Beta

‘সিঙ্গেল লেডি’ হিসেবে শেষ প্রশিক্ষণ দীপিকার!

১০ নভেম্বর ২০১৮, ১৭:৫২

অনলাইন ডেস্ক
ব্যক্তিগত প্রশিক্ষক নামের সঙ্গে দীপিকা পাড়ুকোন। ছবি : সংগৃহীত

আর মাত্র তিনদিন বাকি। এর পরই বাজবে বিয়ের সানাই। ইউরোপের দেশ ইতালিতে বসবে বিয়ের আসর। তবে ফিটনেসপ্রেমী দীপিকা পাড়ুকোন বিয়ের ব্যস্ততার মধ্যেও জিম করেছেন। প্রশিক্ষকের সঙ্গে হাস্যোজ্জ্বল দেখা গেছে তাঁকে।

আজ (শনিবার) সকালে পরিবারের সদস্যদের নিয়ে মুম্বাই থেকে ইতালির উদ্দেশে রওনা দিয়েছেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। গতকাল দীপিকা তাঁর বিয়ের আগে শেষ জিম করেছেন। ইনস্টাগ্রামে দীপিকার ব্যক্তিগত প্রশিক্ষক নাম দীপিকার সঙ্গে একটি সেলফি শেয়ার করেছেন। ক্যাপশন দিয়েছেন, ‘সিঙ্গেল লেডি হিসেবে মুম্বাইয়ে শেষ প্রশিক্ষণ।’

সকালে বিমানবন্দরে দেখা যায় রণবীর, দীপিকা ও তাঁদের পরিবারের সদস্যদের। এ দিন রং মিলিয়ে পোশাক পরেছিলেন দীপিকা-রণবীর। দুজনই বেছে নেন সাদা রং। রণবীরের সঙ্গে ছিলেন তাঁর বাবা, মা ও বোন।

ইতালিতে যাওয়ার আগে দীপিকা সাংবাদিকদের বলেন, ‘সব মেয়ের মতো আমার জীবনেও বিয়ে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। নতুন কোনো সিনেমায় সই করার আগে যতটা উত্তেজিত থাকি, ঠিক তেমনই লাগছে।’

আগামী ১৪ ও ১৫ নভেম্বর ইতালির লেক কোমোতে সাতপাকে বাঁধা পড়বেন রণবীর-দীপিকা। পাডুকোন ও ভবানী বাড়িতে (রণবীরের আসল নাম রণবীর সিং ভবানী) বিয়ের উৎসব শুরু হয়েছে।

গত সপ্তাহে বেঙ্গালুরুতে দীপিকার মা উজ্জ্বলা পাডুকোন বিবাহ-পূর্ব অনুষ্ঠান আয়োজন করেছিলেন, যাতে তাঁর নিকটতম আত্মীয় ও স্টাইলিস্টের দল উপস্থিত ছিলেন।

গত ২ নভেম্বর বেঙ্গালুরুতে দীপিকার বাসভবনে অনুষ্ঠিত হয় নন্দী পূজা, এতে এ যুগলের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করা হয়।

সপ্তাহের শুরুতে পরিচালক সঞ্জয় লীলা বানসালির বাড়িতে গিয়ে দেখা করে আসেন রণবীর-দীপিকা। সঞ্জয়ের ‘গোলিয়োঁ কি রাসলীলা রামলীলা’ ছবির সেট থেকেই না কি তাঁদের প্রেমের শুরু। সঞ্জয়ের পরিচালনায় ‘বাজিরাও মাস্তানি’ ছবিতেও কাজ করেছেন এই যুগল।

এ ছাড়া রণবীর সিংয়ের বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠান আয়োজন করা হয়। সেসব ছবিও অন্তর্জালে ভাইরাল হয়।

বিয়ের জন্য ইতালির উদ্দেশে রওনা রণবীর-দীপিকার। ছবি : সংগৃহীত

নামকরা ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের পোশাকে বিয়েতে সাজবেন দীপিকা। ইতিমধ্যেই দীপিকার ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে সব্যসাচী লিখেছেন, ‘দীপিকা, নতুন যাত্রা শুরু হচ্ছে। আমার টিমের প্রত্যেকের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা’...

লেক কোমোর পর ভারতে দুটি বিশাল অভ্যর্থনার আয়োজন করেছেন রণবীর-দীপিকা। একটি বেঙ্গালুরুতে ও অন্যটি মুম্বাইয়ে। শোনা যাচ্ছে, ১ ডিসেম্বরে এই দম্পতির মুম্বাইয়ের অভ্যর্থনাটি হতে পারে। সূত্র : এনডিটিভি

Advertisement