Beta

স্বপ্ন সত্যি হলো পরদেশির!

০৯ নভেম্বর ২০১৮, ২০:৩২

অনলাইন ডেস্ক
বলিউডে অভিষেক হচ্ছে দক্ষিণী অভিনেত্রী কাশ্মীরা পরদেশির। ছবি : সংগৃহীত

বলিউড তারকা অক্ষয় কুমারের ‘মিশন মঙ্গল’ ছবি দিয়ে বলিউডে অভিষেক হচ্ছে দক্ষিণী ছবির নায়িকা নিথিয়া মেনেনের, এ ঘোষণার একদিন পরই আরেকটি সুখবর এলো। এ ছবিতেই অভিষেক হচ্ছে আরেক দক্ষিণী অভিনেত্রীর। আর তিনি হলেন কাশ্মীরা পরদেশি।

জগন শক্তি পরিচালিত ‘মিশন মঙ্গল’ ছবিতে রয়েছেন জনপ্রিয় সব নারী তারকা। বিদ্যা বালান, সোনাক্ষি সিনহা ও তাপসী পান্নুর সঙ্গে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে কাশ্মীরা পরদেশিকে।

পরদেশির প্রথম ছবি ‘নার্থানাসালা’। বলিউডে অভিষেক নিয়ে বেশ উচ্ছ্বসিত তিনি। বলেন, ‘এত বড় প্রকল্পে যুক্ত হতে পেরে আমি খুব রোমাঞ্চিত। দ্বিতীয় ছবিতেই অক্ষয় কুমারের সঙ্গে অভিনয় করার সুযোগ পেয়ে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। এ ছবিতে আরো কয়েকজন শীর্ষ অভিনেত্রী আছেন, তাই এ ছবি নিশ্চিতভাবেই আমার জন্য চ্যালেঞ্জিং হবে; এখানে শেখার অভিজ্ঞতা হবে।’

‘শুটিংয়ের জন্য আমার তর সইছে না’, বলেন পরদেশি।

অক্ষয় কুমারের সঙ্গে কাশ্মীরা পরদেশি। ছবি : সংগৃহীত

প্রথম ছবি ‘নার্থানাসালা’তে দর্শক ও সমালোচকদের নজর কাড়েন পরদেশি। ‘মিশন মঙ্গল’ প্রসঙ্গে তিনি বলেন, ‘এ ছবির অডিশনে নানারকম পরীক্ষার ভেতর দিয়ে যেতে হয়েছে। আমি খুব খুশি এ কারণে যে, জগন শক্তি স্যার আমার পারফরমেন্স পছন্দ করেছেন এবং আমাকে সুযোগ দিয়েছেন।’

ছবিতে নিজের চরিত্র নিয়ে বলতে গিয়ে কাশ্মীরা জানান, ‘অভিষেক ছবিতে এর চেয়ে ভালো চরিত্র আর হতে পারে না। বলিউডে অভিষেকটা স্বপ্নের মতো।’ সূত্র : ডেক্কান ক্রনিকেল

Advertisement