সাতক্ষীরায় বাধার মুখে ‘জান্নাত’, প্রদর্শনী বন্ধ

Looks like you've blocked notifications!

জঙ্গিবাদবিরোধী চলচ্চিত্র ‘জান্নাত’-এর আজ শুক্রবার মুক্তি পাওয়ার কথা ছিল সাতক্ষীরার সঙ্গীতা সিনেমা হলে। গত ঈদে মুক্তি পাওয়া ছবিটি নিয়ে তাই স্থানীয়ভাবে প্রচারও চালিয়েছিল সিনেমা হল কর্তৃপক্ষ। কিন্তু স্থানীয়দের বাধার মুখে ছবিটি মুক্তি পাচ্ছে না বলে জানিয়েছেন ছবিটির পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক।

এনটিভি অনলাইনকে মানিক বলেন, “আজ থেকে ‘জান্নাত’ ছবিটি সাতক্ষীরার ‘সঙ্গীতা’ সিনেমা হলে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু সেখানে ছবিটি প্রদর্শন করতে দিচ্ছে না স্থানীয় কয়েকজন মুসল্লি। বিষয়টি নিয়ে আমরা প্রশাসনের সঙ্গে কথা বলছি। কিন্তু বাধার মুখে ছবি দেখানোর সাহস পাচ্ছে না সিনেমা হল কর্তৃপক্ষ।”

ছবিটির মাধ্যমে ধর্মীয় অনুভূতিকে কোনোভাবেই আঘাত করা হয়নি বলে জানান মানিক। তিনি বলেন, ‘আসলে আমার ছবিটি না দেখেই কিছু মানুষ বিরোধিতা করছে। ধর্মের বিরুদ্ধে আমি ছবিতে কোনো কথা বলিনি। যারা ধর্মের নামে মানুষকে দিয়ে খারাপ কাজ করায়, নিজেদের স্বার্থ উদ্ধার করে, তাদের নিয়ে এই ছবি। এই ছবিতে আমি দেখাতে চেয়েছি একজন সাধারণ মানুষকে কীভাবে জঙ্গিবাদের দিকে ঠেলে দেওয়া হয়।’  

এদিকে, সঙ্গীতা সিনেমা হলের ম্যানেজার আবদুল হক বলেন, ‘সিনেমা হলে পাশেই স্থানীয় মসজিদ থেকে কয়েকজন হুজুর পুলিশ সুপারের কাছে ‘জান্নাত’ ছবি নিয়ে অভিযোগ করেছেন। তারা অভিযোগ করছেন ‘জান্নাত’ ছবির নাম হতে পারে না। এটা মুসলমানদের আঘাত করবে। যে কারণে তারা চান না ছবিটি দেখানো হোক। তাদের কথা শুনে পুলিশ প্রদর্শন বন্ধ করে দিয়েছে।’

আবদুল হক আরো বলেন, ‘সিনেমা হলের মালিকদের সাথেও আমার কথা হয়েছে। তারাও এই ছবিটি না চালানোর জন্য নির্দেশ দিয়েছেন। যে কারণে এখন আর ছবিটি এখানে প্রদর্শন হবার কোনও সুযোগ নেই।’

এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ওসি মোস্তাফিজুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এনটিভি অনলাইন কে বলেন, ‘আমাদের কাছে স্থানীয় মুসল্লীরা অভিযোগ করেছেন এই ছবিটি প্রদর্শন হলে ধর্মীয় অনুভুতিতে আঘাত হানবে। তাছাড়া ছবির নামটা নিয়েও উনাদের অভিযোগ আছে। যে কারণে ছবিটি আমরা প্রদর্শন করতে না করেছি। সবচেয়ে বড় বিষয় হচ্ছে সাতক্ষীরায় ধর্মভীরু মানুষের সংখ্যা বেশি। এর আগেও ধর্মীয় কারণে বিশৃঙ্খলা দেখা দিয়েছে। যে কারণে আমরা এমন পদক্ষেপ নিয়েছি।’

‘জান্নাত’ ছবিতে অভিনয় করেছেন সাইমন সাদিক ও মাহিয়া মাহি। সুদীপ্ত সাঈদের গল্প নিয়ে ‘জান্নাত’ ছবির চিত্রনাট্য ও সংলাপ করেছেন আসাদ জামান। সাইমন ও মাহি ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন আলীরাজ, মিশা সওদাগর, মারুফ প্রমুখ।

মোস্তাফিজুর রহমান মানিক এর আগে ‘দুই নয়নের আলো’, ‘মন ছুঁয়েছে মন’, ‘মা আমার চোখের মণি’, ‘কিছু আশা কিছু ভালোবাসা’, ‘এমনই তো প্রেম হয়’, ‘ইটিস পিটিস প্রেম’সহ বেশ কয়েকটি ব্যবসাসফল ছবি উপহার দিয়েছেন।