তরুণরাই আমার গান ভালোভাবে নিয়েছে : ইলোরা আজমী

Looks like you've blocked notifications!
‘চুপচাপ বসে ছিলাম’ গানের ভিডিওর একটি দৃশ্যে ইলোরা আজমী। ছবি : সংগৃহীত

সংগীতশিল্পী ইলোরা আজমী দীর্ঘদিন ধরে সরকারি ও বেসরকারি রেডিও ও টেলিভিশনের বিভিন্ন অনুষ্ঠানে গান গেয়েছেন। এবার নিজের একক গানের অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছেন তিনি শিগগির।

অ্যালবামের নাম ‘যেখানে শ্রাবণ মেঘ’। অ্যালবামে মোট ছয়টি গান রয়েছে। সবগুলো গানের কথা ও সুর করেছেন ইলোরা আজমী নিজেই।

এরই মধ্যে অ্যালবামের ‘চুপচাপ বসে ছিলাম’ ও ‘যেখানে শ্রাবণ মেঘ’ শিরোনামে দুটি গানের ভিডিও নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন ইলোরা আজমী।

এ বিষয়ে ইলোরা আজমী এনটিভি অনলাইনকে বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে গান করছি, কিন্তু এবার প্রথম মিউজিক ভিডিও নির্মাণ করলাম। রূপগঞ্জের কাঞ্চন ব্রিজের পাশে গানটির শুটিং করেছি। শুটিংয়ের অভিজ্ঞতা খুব ভালো ছিল। লোকেশন দেখেই আমার মন অনেক ভালো হয়ে গিয়েছিল।’

গানটি থেকে খুব ভালো সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন ইলোরা আজমী। তিনি বলেন, ‘অনেকে আমাকে বলেছেন, তরুণরা আপনার গান পছন্দ করবে না। আমিও তাই বিশ্বাস করেছিলাম। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, তরুণরাই আমার গান ভালোভাবে নিয়েছে। তাঁদের কাছ থেকে আমি ভালো সাড়া পেয়েছি।’

ইলোরা আজমীর জন্য সঙ্গীত আয়োজন করেছেন রাজা বশির। আর মিউজিক ভিডিও নির্মাণে ছিলো কানেকটিয়ার।

চলচ্চিত্রে গান গাওয়ার প্রস্তাবও পেয়েছেন ইলোরা আজমী। বললেন, ‘চলচ্চিত্রে গান গাওয়ার প্রস্তাব আসছে। সবকিছু ঠিক থাকলে চলচ্চিত্রে প্লেব্যাক করব। যেহেতু আমি গানের সুরও করি। তাই অনেকে গান সুর করার কথাও বলছেন।’

২২ বছর বয়সে ওস্তাদ অবিনাশ গোস্বামীর কাছে প্রথম গানে হাতেখড়ি হয় ইলোরা আজমীর। এর পর থেকে নিয়মিত গান চর্চা করেন তিনি। গান গাওয়ার পাশাপাশি লেখালেখিও করেন তিনি। এখন পর্যন্ত তাঁর লেখা চারটি বই প্রকাশিত হয়েছে। ১৯৯৬ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম রোমান্টিক উপন্যাস ‘দহন বেলায়’। লেখালেখি ও গান নিয়ে অনেক স্বপ্ন রয়েছে ইলোরা আজমীর। বললেন, ‘আমি অসময়ে গান শুরু করি। কিন্তু এটাই আমার কাছে পারফেক্ট সময়। সবাই দোয়া করবেন, যাতে অনেকদূর এগিয়ে যেতে চাই।’