পুরস্কার সব সময় উৎসাহ দেয় : বিন্দিয়া

Looks like you've blocked notifications!

‘স্টার পারফরমেন্স অ্যাওয়ার্ড’ পেয়েছেন নায়িকা বিন্দিয়া কবির। গত সোমবার এটিএন বাংলার প্রধান উপদেষ্টা জি এম শামসুল হুদা সেদিন এই সম্মাননা তুলে দেন শাহবাগে অবস্থিত পাবলিক লাইব্রেরির মিলনায়তনে।

পুরস্কারপ্রাপ্তির পর বিন্দিয়া বলেন, ‘পুরস্কার সব সময়ই উৎসাহ দেয়। আমি সবসময় আশাবাদী। সবকিছু নিয়েই আশাবাদী। এক সময় আমি যেমন ব্যস্ত সময় পার করেছি, আশা করি আগামী দিনেও ব্যস্ত থাকব।’  

বিন্দিয়া আরো বলেন, ‘আমি সব সময় চেষ্টা করেছি ভালো কিছু করতে। মাঝে ব্যক্তিগত কিছু কারণে আমি চলচ্চিত্র থেকে কিছুটা দূরে ছিলাম। এখন আবারও কাজ শুরু করেছি। একটি ছবিতে চুক্তিবদ্ধও হয়েছি। কিন্তু এখনই ছবির নাম বলতে চাই না। চলতি মাসের মধ্যে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে সবার কাছে ছবির নামসহ সব কিছু প্রকাশ করব। তা ছাড়া আরো দুটি বিজ্ঞাপনে কাজ করছি। আগামী সপ্তাহে রাজশাহীতে বিজ্ঞাপনের শুটিং হওয়ার কথা রয়েছে।’

বিন্দিয়া মনে করেন এমন চলচ্চিত্র এখন নির্মাণ হওয়া প্রয়োজন যেখানে গল্পের পাশাপাশি সামাজিক বার্তা থাকবে। তিনি বলেন, ‘গল্পের পাশাপাশি সামাজিক মেসেজও থাকবে। কোনো একটি বিষয়কে কেন্দ্র করে ছবি নির্মাণ করা উচিত। শুধু একটা গল্প, যেখানে প্রেম ভালোবাসা দিয়ে শেষ হবে, এমন গল্প দর্শক আর দেখতে চায় না। আমি যে ছবিটাতে যুক্ত হয়েছি সেখানে নির্মল বিনোদনের পাশাপাশি সমাজের জন্য কিছু মেসেজ আছে। যা দর্শককে চিন্তিত করবে।’

মাস্তান ও পুলিশ (২০১৭) মার্ডার ২ (২০১৫) দাবাং (২০১৪) এই তিনটি ছবি এরই মধ্যে মুক্তি পেয়েছে। কাজ করছেন ‘মাঝির প্রেম’ ছবিতে। ‘দাবাং’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেছিলেন তিনি। এরই মধ্যে নায়ক মারুফ, জায়েদ খান ও শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন। এখনো মুক্তি পায়নি ‘ভালোবাসা ২০১৪’ ছবিটি। এতে তিনি শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন।