১৮ বছরেও লারার রেকর্ড ভাঙতে পারেনি কেউ!

Looks like you've blocked notifications!
মিস ইউনিভার্স-২০০০ মুকুটজয়ী লারা দত্ত। ছবি : সংগৃহীত

১৮ বছর আগে প্রিয়াঙ্কা চোপড়া ও দিয়া মির্জাকে টপকে মিস ইউনিভার্স-২০০০ মুকুট পরেছিলেন লারা দত্ত। ওই বছরে ভারতের গ্ল্যামার জগতে বিস্ময়কর তিন বিউটি কুইন পায়। ওই বছরই প্রিয়াঙ্কা জিতেছিলেন মিস ওয়ার্ল্ডের মুকুট। আর দিয়া মির্জা জিতেছিলেন মিস এশিয়া প্যাসিফিকের মুকুট।

প্রিয়াঙ্কা চোপড়া এখন বলিউডে সেরা তারকাদের একজন, কিন্তু লারা দত্তর মিস ইউনিভার্স জয় একাধিক কারণে এখনো মহাকাব্যিক।

ইন্ডিয়া টুডের বরাত দিয়ে ডিএনএ জানিয়েছে, লারা দ্ত্তর এমন রেকর্ড রয়েছে, যা আজ পর্যন্ত কেউ ভাঙতে পারেনি। ওই সময় সবচেয়ে বেশি স্কোর করে ‘শর্মাজি কা বেটা’ হয়েছিলেন লারা দত্ত, সুন্দরী প্রতিযোগিতার ইতিহাসে যেটি সর্বোচ্চ নাম্বার। তিনি বিচারকদের কাছ থেকে ৯.৯৯ নাম্বার ছিনিয়ে নেন।

‘সুইমস্যুট রাউন্ডে’ লারার সর্বোচ্চ স্কোর ছিল। আর ‘ফাইনাল কোয়েশ্চেন’ ক্যাটাগরিতে লারা পেয়েছিলেন সর্বোচ্চ স্কোর, যেটি মিস ইউনিভার্স প্রতিযোগিতার ইতিহাসে এখনো সর্বোচ্চ।

লারা দত্ত ছিলেন দ্বিতীয় ভারতীয়, যিনি মিস ইউনিভার্স হয়েছিলেন। এর আগে ১৯৯৪ সালে সুস্মিতা সেন মিস ইউনিভার্স হন। এখনো পর্যন্ত কোনো ভারতীয় প্রতিযোগী আর এই মুকুট জয় করতে পারেননি। লারা দত্ত মিস ইন্টারকন্টিনেন্টাল-১৯৯৭ জিতেছিলেন।

মিস ইন্ডিয়া-২০১৮ মানসী চিল্লার কি পারবেন লারার রেকর্ড ভাঙতে? তা সময়ই বলে দেবে…

লারা দত্তর মুকুটজয়ের মুহূর্ত