আন্তর্জাতিক অঙ্গনে সংগীতশিল্পী ফারজানা আলী মিমি

Looks like you've blocked notifications!

রেডিও, টেলিভিশন, অডিওসহ বাংলা চলচ্চিত্রের বেশ কিছু গানে কণ্ঠ দিলেও প্রথমবারের মতো শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী ফারজানা আলী মিমি লাহোরের প্রথিতযশা গীতিকার ও সুরকার সালমান আশরাফের কথা ও সুরে ‘মেরি সনম মুঝে তেরি কসম’ শিরোনামের একটি অন্য ভাষার গানে কণ্ঠ দিলেন! সম্প্রতি ঢাকায় ফুয়াদ নাসের বাবুর স্টুডিওতে গানটির কণ্ঠধারণের কাজ সম্পন্ন হয়েছে!

এ প্রসঙ্গে ফারজানা আলী মিমি বলেন, ‘সুরের কোনো স্থান, কাল, সীমারেখা নেই। আন্তর্জাতিকভাবে এমন একটি কাজের অংশ হতে পেরে আমি আনন্দিত! সৃষ্টিকর্তার কাছে ধন্যবাদ জানাই! সম্প্রতি প্রয়াত হওয়া আমার বাবা এ এন ফয়েজ আহমেদের আত্মার  মাগফিরাত কামনা করি! যাঁর উৎসাহ ও অনুপ্রেরণায় আমার সংগীতে পথচলা! সেইসঙ্গে কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমার স্বামী কিংবদন্তি সুরকার আলাউদ্দিন আলীর প্রতি! যাঁর সার্বক্ষণিক সহযোগিতা ও উৎসাহ নিয়েই আমার সংগীতে পথচলা! বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করি গুণী সংগীত পরিচালক ফুয়াদ নাসের বাবুর প্রতি! সকলের কাছে দোয়া চাই, যেন সংগীত নিয়ে আরো এগিয়ে যেতে পারি!’

সুরকার আলাউদ্দিন আলীর সুরে সালমান আশরাফ তিনটি বাংলা গানে কণ্ঠ দেওয়ার প্রস্তুতি গ্রহণ করেছেন।