Beta

বালুভাস্কর্য দিয়ে অক্ষয় কুমারকে জন্মদিনের শুভেচ্ছা

০৯ সেপ্টেম্বর ২০১৮, ২০:০২

অনলাইন ডেস্ক
বলিউড অভিনেতা অক্ষয় কুমারের জন্মদিন উপলক্ষে শিল্পী সুদর্শনের বালুভাস্কর্য। ছবি : টুইটার

বলিউড ‘খিলাড়ি’ অক্ষয় কুমার ৫১ বছরে পা রাখলেন আজ। এই বিশেষ দিনে হৃদয়গ্রাহী শুভেচ্ছাবার্তা পাচ্ছেন জনপ্রিয় এ অভিনেতা। সামাজিক যোগাযোগমাধ্যম ভরে উঠেছে শুভেচ্ছাফুলে।

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বালুশিল্পী সুদর্শন পাটনায়েকও অক্ষয় কুমারকে শুভেচ্ছা জানিয়েছেন। তবে তা একদম ভিন্নরকম। শিল্পীর শুভেচ্ছা তো অন্যরকম হবেই। এই বালুশিল্পী ওড়িশার পুরি সৈকতে অক্ষয়ের বালুভাস্কর্য তৈরি করেছেন, যার মর্মবাণী হলো অক্ষয় সমাজের জন্য কাজ করছেন।

টুইটারে সুদর্শন পাটনায়েক তাঁর বালুভাস্কর্যের ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘শুভ জন্মদিন অক্ষয় কুমার, অভিনেতা, সমাজের বার্তাবাহক।’

২৫ বছর ধরে অক্ষয় কুমার অভিনয় করছেন বলিউডে। ‘গোল্ড’ তারকা এ পর্যন্ত ১০০টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। জিতেছেন বেশ কয়েকটি পুরস্কার। সেরা অভিনেতা হিসেবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তাঁকে ‘ভারতীয় জ্যাকি চ্যান’ বলা হয়।

সম্প্রতি অক্ষয় কুমারের ‘গোল্ড’ ছবিটি বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছে। ঐতিহাসিক খেলাবিষয়ক ছবি ‘গোল্ড’ মুক্তির প্রথম দিন আয় করে ২৫ কোটি ২৫ লাখ রুপি। এ পর্যন্ত ছবিটির আয় ১০৭ কোটি ৩৭ লাখ রুপি।

অক্ষয় কুমার তামিল সুপারস্টার রজনীকান্তর সঙ্গে ‘২.০’ ছবিতে অভিনয় করবেন, যেটি ২০১০ সালের ‘এনথিরান’ ছবির সিক্যুয়েল (‘রোবট’ নামে হিন্দিতে মুক্তি পেয়েছিল প্রথম পর্বটি)। আগামী ২৯ নভেম্বর রুপালি পর্দায় দেখা যাবে ছবিটি।

বলিউডের খ্যাতিমান পরিচালক করণ জোহরের ‘গুড নিউজ’ ছবিতেও কাজ করছেন অক্ষয়। এ ছবিতে তাঁর বিপরীতে রয়েছেন কারিনা কাপুর। ছবিটি আগামী বছরের ১৯ জুলাই মুক্তি পাবে। এখন তিনি ‘হাউজফুল-৪’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত।

১৯৬৭ সালের ৯ সেপ্টেম্বর অক্ষয় কুমার জন্মগ্রহণ করেন।

Advertisement