Beta

সুপারস্টার রজনীকান্তর ১৬৫তম সিনেমা ‘পেত্তা’

০৭ সেপ্টেম্বর ২০১৮, ২৩:০৬

অনলাইন ডেস্ক
নিজের ১৬৫তম সিনেমার একটি দৃশ্যে তামিল সুপারস্টার রজনীকান্ত। ছবি : সংগৃহীত

তামিল সুপারস্টার রজনীকান্তের ১৬৫তম ছবির নাম ও পোস্টার প্রকাশ করেছেন নির্মাতা কার্তিক শুভরাজ। ছবির নাম ‘পেত্তা’। যদিও অনেক আগে থেকেই এ ছবি ‘থালাইবর-১৬৫’ নামে মানুষের মুখে মুখে ফিরছে।

আজ শুক্রবার ইউটিউবে এ ছবির মোশন পোস্টার মুক্তি দেওয়া হয়। ইউটিউবে দেওয়ার এক ঘণ্টার মধ্যে প্রায় পাঁচ লাখ দর্শক পোস্টারটি দেখেন, ভক্তদের হাজারো মন্তব্যে ভরে ওঠে। একজন লিখেছেন— ‘সুপারস্টার সবসময় সুপারস্টার’।

দেখা যায়, স্টাইলিশ রজনী একটি বিশাল মোমবাতি-স্ট্যান্ড হাতে চার্চে ঢুকছেন। ওই স্ট্যান্ডটিই তাঁর অস্ত্র। অবশ্য একটি ছুরিও ধীর গতিতে শূন্যে এগিয়ে যায়। মাফলার, জ্যাকেট পরা এ প্রবীণ অভিনেতাকে বেশ সুদর্শন লাগছে। খবর ডিএনএর।

‘পেত্তা’ ছবিতে অনেক তারকার সমাবেশ— নওয়াজুদ্দিন সিদ্দিকি, বিজয় সেতুপতি, সিমরন, তৃষা কৃষ্ণন, ববি সিমহা, সনথ রেড্ডি ও মেঘা আকাশ। অনিরুদ্ধ রবিচন্দর এ ছবির মিউজিক করছেন।

প্রথমবারের মতো রজনীকান্তর সঙ্গে সেতুপতি, সিদ্দিকি, সিমরন, তৃষা, শুভরাজ ও রবিচন্দর রুপালি পর্দায় কাজ করছেন। এর মধ্য দিয়ে নওয়াজুদ্দিন সিদ্দিকির তামিল ছবিতে অভিষেক হচ্ছে।

সান পিকচারস-এর ব্যানারে ‘পেত্তা’ চলচ্চিত্রের শুটিং গত জুনে দেরাদুনে শুরু হয়।

Advertisement