Beta

সুযোগ পেলে কারিনাকে বিয়ে করতেন করণ!

০১ সেপ্টেম্বর ২০১৮, ২৩:১৫

অনলাইন ডেস্ক
বলিউড চলচ্চিত্র নির্মাতা করণ জোহর ও অভিনেত্রী কারিনা কাপুর খান। ছবি : সংগৃহীত

ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলতে পছন্দ করেন বলিউডের তারকা পরিচালক করণ জোহর। প্রযোজনা, পরিচালনা, সঙ্গে উপস্থাপনাও করছেন সমান তালে। তবে এবার বসেছিলেন হটসিটে। আর তাঁর সামনে একের পর এক প্রশ্ন নিয়ে হাজির হচ্ছিলেন ডিজাইনার অনয়িতা শ্রফ আদজানিয়া।

অনয়িতা করণ জোহরকে প্রশ্ন করেন, সুযোগ পেলে বলিউডের কোন নায়িকাকে বিয়ে করতেন? করণের সাফ উত্তর, ‘কারিনা কাপুর খান। সে খুবই মজার মানুষ। জীবনসঙ্গী হিসেবে তাঁর মতো একজনকেই খুঁজতাম।’

করণ আর কারিনার বন্ধুত্ব অনেক দিনের। এর আগে একবার ‘কফি উইথ করণ’-এ তিনি বলেছিলেন, জীবনে প্রেম করলে টুইঙ্কল খান্নার সঙ্গেই করতেন!

প্রেমজীবন নিয়ে এ নির্মাতা বলেন, ‘সিরিয়াস ডেটিং আমার পছন্দ নয়। আবার ক্যাজুয়াল সেক্সও আমার জন্য নয়। যার সঙ্গে ডেটিং করব, তার সঙ্গে কিছু কথা বলতে পারলেই বরং আমার ভালো লাগে।’

যদি তাঁকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করা হয়, তবে তাঁর চরিত্রে কাকে পছন্দ? করণ বলেন, ‘রণবীর কাপুরকে। সে আমার ফোনের পাসওয়ার্ডও জানে। সে আমার ম্যাসেজ চেক করতে পারে। হোয়াসঅ্যাপও চেক করতে পারে। সে আমার জীবনের সবকিছুই জানে, এমনকী যা আমি জানি না।’

নিজের শরীরের কোন অঙ্গ বেশি পছন্দ করণ জোহরের? এ চলচ্চিত্র নির্মাতা বলেন, নিজের ঠোঁট পছন্দ তাঁর। আর বলিউড তারকাদের? করণ জোহর বলেন, শাহরুখ খানের টোল, অজয় দেবগনের চোখ, অক্ষয় কুমারের চোয়াল পছন্দ। খবর ডিএনএর।

বলিউডে কোন নায়ক-নায়িকাকে জুটি হিসেবে বেশ মানায়? করণ বলেন, ‘জ্যাকুলিন ফার্নান্দেজ ও সিদ্ধার্থ মালহোত্রাকে দারুণ মানায়। যদিও অর্জুন কাপুর ও কৃতী শ্যানন সিঙ্গেল নয়।’

তবে ক্যাটরিনা কাইফের জন্য ভালো কাউকে খুঁজছেন করণ জোহর!

Advertisement