Beta

‘আশিক বানায়া’ তনুশ্রী এবার ফিরছেন

০১ সেপ্টেম্বর ২০১৮, ২১:৫১

অনলাইন ডেস্ক
‘আশিক বানায়া আপনে’ খ্যাত বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্ত। ছবি : সংগৃহীত

‘আশিক বানায়া আপনে’ কন্যাকে মনে আছে? রুপালি পর্দায় এসেই যিনি ঝড় তুলেছিলেন, সেই আবেদনময়ী নায়িকা কোথায় হারালেন? এমন হাহাকার ছিল ভক্তদের বুকে। হ্যাঁ, তনুশ্রী দত্ত। বহু বছর পর ফের বলিউডে আসছেন তিনি।

তনুশ্রী দত্ত বলেছেন, বলিউডে শিগগিরই আসার পরিকল্পনা রয়েছে তাঁর। ২০০৮ সালে শেষবার অ্যাপার্টমেন্ট ছবিতে দেখা গিয়েছিল তাঁকে। মাঝখানে দশ দশটি বছর উধাও। একেবারেই লাপাত্তা তিনি। খবর মিড ডে-র।

তনুশ্রী দত্ত এ কয়েক বছর যুক্তরাষ্ট্রে ছিলেন। এখন তিনি দেশে ফিরেছেন এবং বলিউডে আরেকটি সুযোগের অপেক্ষায় আছেন। বেশ কয়েকটি অফারও আছে তাঁর। সময় পেলেই কাজ শুরু করবেন।

এই অভিনেত্রী খ্যাতি পেয়েছিলেন রীতিবিরুদ্ধ উপস্থাপনার কারণে। মাঝখানে বেশ মোটাও হয়ে গিয়েছিলেন তিনি। যোগব্যায়াম করে শরীর ফিট করেছেন। ২০০৫ সালে তনুশ্রী ‘আশিক বানায়া আপনে’ ছবিতে অভিনয় করেন। এতগুলো বছর পর তনুশ্রী ফের অনুধাবন করেছেন, অভিনয়ই তাঁর জীবনের সত্য। ইন্ডাস্ট্রিতে ফের নিজের অবস্থান দাঁড় করাবেন তিনি।

ভক্তরাও নিশ্চয়ই খুশি হচ্ছেন তনুশ্রীর ফিরে আসার সংবাদে। নিশ্চয়ই বলছেন, রূপালি পর্দায় তনুশ্রী দত্তকে দেখতে আর কত অপেক্ষা করব?

Advertisement