Beta

লন্ডনে কী করছেন আমিরা?

০১ সেপ্টেম্বর ২০১৮, ২১:০৬ | আপডেট: ০১ সেপ্টেম্বর ২০১৮, ২১:০৭

অনলাইন ডেস্ক
বলিউড অভিনেত্রী আমিরা দস্তুর। ছবি : সংগৃহীত

বলিউড নায়িকা আমিরা দস্তুর বেশ কয়েকটি ছবিতে কাজ করেছেন। সম্প্রতি এ অভিনেত্রী ‘মেন্টাল হ্যায় কিয়া’, ‘প্রস্থানম’ ও ‘দ্য ট্রিপ-২’ ছবির শুটিং করছেন। খুবই ব্যস্ত তিনি। কিন্তু এর ভেতরও তিনি লন্ডনে গিয়েছেন। কিন্তু কেন?

জানা গেছে, আমিরার পরিবারের সদস্যরা লন্ডনে আছেন। শুটিংয়ে এত ব্যস্ততা সত্ত্বেও সময় বের করে তিনি লন্ডনে গেছেন। পরিবারের লোকজনের সঙ্গে সময় কাটিয়ে একটু ফ্রেশ হতে চান তিনি। আর পরিবারের সদস্যদের সারপ্রাইজও দিতে চেয়েছিলেন তিনি!

‘মেন্টাল হ্যায় কিয়া’ অভিনেত্রী তাঁর ভাই জাহাঙ্গীরের সঙ্গে দেখা করেছেন। লন্ডনের এক নামি হোটেলের শেফ তিনি। মা গুলজার ও বাবা রোহিনটনও সেখানে আছেন।

বলিউডে বেশ কয়েকটি অসাধারণ গল্পের প্রজেক্টে যুক্ত আছেন আমিরা। তাঁর পরবর্তী ছবি ‘রাজমা চাউল’। এ ছবির শুটিংয়ের জন্যও প্রস্তুতি নিচ্ছেন আমিরা।

তেলেগু ছবিতেও অভিনয় করেছেন আমিরা দস্তুর। অভিনেত্রী মানজুলা ঘাট্টামানেনি পরিচালিত প্রথম ছবি ‘মানাসুকু নাচিন্দি’-তে অভিনয় করেন আমিরা। এ ছাড়া সঞ্জয় রেড্ডির ‘রাজু দাগু’ ছবিতেও অভিনয় করেন তিনি।

ইউটিউবে এনটিভির জনপ্রিয় সব নাটক দেখুন। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি:

Advertisement