Beta

অমিতের পার্টিতে নাচলেন বিপাশা

৩০ আগস্ট ২০১৮, ১৪:৩০ | আপডেট: ৩০ আগস্ট ২০১৮, ১৫:০৪

এফডিসির ৪ নম্বর শুটিং ফ্লোরে চলছে ‘ও মাই লাভ’ ছবির আইটেম গানের শুটিং। ঈদের দুদিন পর থেকেই এই ছবির শুটিং শুরু হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে ছবির শুটিং শেষ হবে বলে জানিয়েছেন ছবির নির্বাহী প্রযোজক মুর্শেদ খান হিমেল। ছবিটি পরিচালনা করছেন আবুল কালাম আজাদ।

পরিচালক আবুল কালাম আজাদ এনটিভি অনলাইনকে বলেন, ‘আজকে আমরা ছবির একটি আইটেম গানের শুটিং শেষ করব। এই আইটেম গানে অংশ নিচ্ছেন আইটেম কন্যা বিপাশা কবির। মূলত ছবির গল্পে দেখা যাবে যে ছবির খল অভিনেতা অমিত হাসান ছবির নায়ক  হৃদ্ধিসকে খারাপ রাস্তায় নিয়ে আসে এবং একটি খুনের সাথে তাকে জড়িয়ে ফেলে। এমন অবস্থায় নায়কের জন্য অমিত একটি পার্টি দেয়। সেই পার্টিতে নাচ করছে বিপাশা কবির।’

আজাদ আরো বলেন, ‘বাংলাদেশে এখন অনেকেই আইটেম গানের সাথে পারফর্ম করেন। কিন্তু বিপাশা কবিরের আলাদা চাহিদা রয়েছে। তাঁকে বাংলাদেশের সিনেমা দর্শক আইটেম কন্যা হিসেবে চেনে। যে কারণে তাঁকে এই গানের সাথে যুক্ত করেছি। এই গানের কোরিওগ্রাফি করছেন হাবিব। যিনি এরই মধ্যে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য ভূষিত হয়েছিলেন। নিজের কাজের জন্য এরই মধ্যে আমাদের চলচ্চিত্রে নিজের আসন তৈরি করেছেন। আমি ভালো একটি ছবি উপহার দেওয়ার চেষ্টা করছি। আশা করি সবার কাছে ছবিটি ভালো লাগবে।’

ছবির নির্বাহী প্রযোজক মুর্শেদ খান হিমেল বলেন, ‘আমরা চলতি মাসের ২ তারিখ থেকে টানা শুটিং করছি। মাঝে জাতীয় শোক দিবসের জন্য একদিন আর ঈদের জন্য তিন দিন শুটিং বন্ধ ছিল। ঈদের দুদিন পর ২৫ তারিখ থেকে এফডিসিতে শুটিং করছি। আজ শেষ হবে ছবির গানের শুটিং। বাকি যে শুটিং থাকবে তা আগামী এক সপ্তাহের মধ্যে শেষ করার ইচ্ছে রয়েছে।’

চলতি মাসের ২ তারিখ থেকে গাজীপুরে শাকিব খানের শুটিং হাউজ জান্নাতে ছবির শুটিং শুরু হয়। ‘ও মাই লাভ’ শিরোনামে এই ছবিতে জুটিবেঁধে অভিনয় করছেন কলকাতার শিল্পী সাবর্ণী ও হৃদ্ধিস। এই ছবির দ্বিতীয় নায়িকা হিসেবে কাজ করার কথা ছিল সাবর্ণীর। তবে ছবির চিত্রনাট্য বদল না করায় ছবি থেকে সরে দাঁড়িয়েছেন নায়িকা মাহিয়া মাহি। এ কারণে ছবির প্রধান নায়িকা হিসেবে কাজ করছেন তিনি। ছবিটি এক্সেল ফিল্মের ব্যানারে নির্মিত হচ্ছে। ছবিটি প্রযোজনা করছেন জাহাঙ্গীর শিকদার।

Advertisement