Beta

‘অপরাধী’র পর মুক্তি পেল আরমানের ‘বেঈমান’

১৮ আগস্ট ২০১৮, ১৬:৩০ | আপডেট: ১৮ আগস্ট ২০১৮, ১৬:৩৮

ফিচার ডেস্ক
‘বেঈমান’ গানের ভিডিওয়ের একটি দৃশ্যে আরমান। ছবি : সংগৃহীত

‘অপরাধী’ শিরোনামে গানটি গেয়ে আলোচিত হয়েছিলেন সংগীতশিল্পী আরমান আলিফ। এরপর তাঁর নতুন কোনো গান প্রকাশ পায়নি। আরমান ভক্তদের জন্য সুখবর হলো, আজ দুপুরে সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে আরমানের নতুন গান ‘বেঈমান’।

গানটির ভিডিও নির্মাণ করেছেন সৈকত নাসির। মডেল হয়েছেন আরমান আলিফ নিজেই। এ ছাড়া মডেল হয়েছেন অভি প্রামাণিক ও আদিভা ইভা।

‘বেঈমান’ গানটির কথা-সুর করেছেন আরমান নিজেই। সংগীতায়োজন করেছেন শাহরিয়ার রাফাত।

গানটি সম্পর্কে আরমান আলিফ বলেন, ‘এটা আমার দ্বিতীয় মিউজিক ভিডিও। ভিডিও নির্মাণ সুন্দর হয়েছে।আশা করছি,এই গানটিও সবার ভালো লাগবে।’

এরইমধ্যে আরো একটি নতুন গানের ভিডিওর কাজ শেষ করেছেন আরমান আলিফ। গানটির শিরোনাম ‘নেশা’। ঈদের আগেই গানটি প্রকাশ পাবে বলে জানিয়েছেন আরমান আলিফ।

গত ২৬ এপ্রিল ঈগল মিউজিক প্রকাশ করে তরুণ শিল্পী আরমান আলিফের ‘অপরাধী’ গানের একটি মিউজিক ভিডিও। গানটির সংগীতায়োজন  করেছেন অংকুর মাহমুদ। এখন পর্যন্ত গানটির ভিডিও ১৩ কোটি বারের বেশি দেখা হয়েছে। গানটিতে মডেল হয়েছেন আনান, সুমাইয়া আনজুম ও তুহিন চৌধুরী। গানের ভিডিও প্রকাশের পরই সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়। এর মধ্যে গানটি কাভার করেছেন অনেক ইউটিউবার শিল্পী।

Advertisement