Beta

পরিচালক ছাড়াই কলকাতায় শুটিং করলেন প্রিয়াঙ্কা

২৭ জুলাই ২০১৮, ০৯:১২ | আপডেট: ২৭ জুলাই ২০১৮, ১০:১৫

অবশেষে নিজের অংশের কাজ শেষ করলেন কলকাতার নায়িকা প্রিয়াঙ্কা সরকার। সম্প্রতি কলকাতায় শুটিং শেষ করে ঢাকায় ফিরেছেন ছবির নায়ক নিরব। ছবির পরিচালক রফিক শিকদার নায়িকা প্রিয়াঙ্কা সরকারকে বিয়ে করার প্রস্তাব দেওয়ায় ‘হৃদয়জুড়ে’ ছবির শুটিং বন্ধ হয়ে যায়। পরিচালক সমিতির মধ্যস্ততায় প্রিয়াঙ্কা শুটিং করেন কলকাতায়, তবে সেখানে উপস্থিত ছিলেন না ছবির পরিচালক।

নিরব এনটিভি অনলাইনকে বলেন, ‘আমি দুদিন আগে কলকাতা থেকে ছবির শুটিং করে ফিরেছি। সেখানে আমাদের বেশ কিছু সিক্যুয়েন্সের শুটিং করা হয়েছে। এরই মধ্য দিয়ে শেষ হয়েছে নায়িকা প্রিয়াঙ্কা সরকারের শুটিং। তবে বৃষ্টি আমাদের শুটিংয়ে ঝামেলা করেছে। ঢাকার মতো কলকাতায়ও এখন অনেক বৃষ্টি হচ্ছে। আমাদের ইনডোর ও আউটডোর শুটিং ছিল। বাইরের শুটিংগুলো করতে গিয়ে বৃষ্টির জন্য কাজ করতে কষ্ট হয়েছে।’

পরিচালকের অনুপস্থিতি সম্পর্কে নিরব বলেন, ‘আসলে পরিচালক রফিক শিকদার সবকিছু ঠিক করে দিয়েছিলেন। শট ডিভিশনও করে দিয়েছিলেন তিনি। উনারই এক সহকারী শুটিংটা বুঝে নিয়েছিলেন, সে হিসেবে আমরা কাজ করেছি। আমরা সবাই আগে থেকেই জানি, কী শুটিং বাকি আছে, কোন কোন সিক্যুয়েন্স করতে হবে। সবকিছু মিলিয়ে আমরা সুন্দরভাবে কাজ শেষ করেছি। কোনো সমস্যা হয়নি।’

শুটিং নিয়ে পরিচালক রফিক শিকদার বলেন, ‘আমি এরই মধ্যে শুটিংয়ের ফুটেজ দেখেছি। আমি যেভাবে দেখিয়ে দিয়েছিলাম, সেভাবেই কাজ হয়েছে। আশা করি, বাকি কাজ করে ছবিটি এবার শেষ করতে পারব।’

বাকি শুটিং কবে হবে জানতে চাইলে রফিক শিকদার বলেন, ‘আমরা চলতি মাসেই সিদ্ধান্ত নেব কবে শুটিং করা যায়। আমাদের ছবির হিরো নিরব আগামী ঈদের দুদিন পর দেশের বাইরে যাবেন, আমরা এই সময়ের মধ্যে ছবির শুটিং শেষ করতে চাই।’ 

পরিচালক রফিক বলেন, ‘আমাদের আসলে এখনো ছবির দুটি আ্যকশন দৃশ্য বাকি আছে। দৃশ্য আছে বাকি আছে কয়েকটি। আর একটা আইটেম গানের শুটিংও বাকি। আমরা এখন গল্প অনুযায়ী লোকেশন দেখছি। ফাইটের জন্য সেট নির্মাণ করতে হবে। সব মিলিয়ে চলতি মাসেই সব ঠিক করে শুটিংয়ের তারিখ নির্ধারণ করব।’ 

এর আগে ঢাকায় ছবির কাজ ৭০ শতাংশ শেষ হয়। সেই সময় পরিচালকের আচরণে ক্ষুব্ধ হয়ে প্রিয়াঙ্কা ছবির কাজ শেষ না করেই কলকাতা ফিরে যান। তার পর থেকে আর ছবির জন্য শিডিউল দিচ্ছিলেন না তিনি। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মধ্যস্ততায় পরে পরিস্থিতি শান্ত হয় এবং শুটিং করতে রাজি হন প্রিয়াঙ্কা।

পরিচালক রফিক শিকদার এর আগে ‘ভোলা তো যায় না তারে’ শিরোনামে একটি ছবি নির্মাণ করেছিলেন। সেই ছবিতে অভিনয় করেছিলেন নিরব ও তানহা তাসনিয়া। ‘হৃদয়জুড়ে’ ছবিতে নায়ক হিসেবে অভিনয় করছেন মডেল, অভিনেতা নিরব। এই ছবিটি প্রযোজনা করছে ক্রিয়েটিভ মিডিয়া ওয়ার্ল্ড প্রোডাকশন। ছবিতে আরো অভিনয় করছেন কাজী হায়াৎ, সুচরিতা, সুব্রত, রোদেলা প্রমুখ।

Advertisement