Beta

হাউসফুল ৪

অক্ষয়-রিতেশের সঙ্গে থাকছেন ববি দেওল

১০ জুলাই ২০১৮, ০৯:৫৭

ফিচার ডেস্ক

হাউসফুল বলিউডের জনপ্রিয় কমেডি ছবিগুলোর একটি। ২০১০ সালে মুক্তি পাওয়ার পর জনপ্রিয়তা পায় ছবিটি। ছবিটির বিভিন্ন চরিত্রে অক্ষয় কুমার, রিতেশ দেশমুখ, দীপিকা পাডুকোন ও বোমান ইরানি অভিনয় করেন। হাউসফুলের ব্যাপক সাফল্যে ২০১২ সালে হাউসফুল-২ ও ২০১৬ হাউসফুল-৩ মুক্তি পায়। এ দুটি সিরিজেই অক্ষয় ও রিতেশ অভিনয় করেন।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, এবার আসছে ‘হাউসফুল-৪’, এরই মধ্যে ছবির শুটিংও শুরু হয়েছে। এবারও অক্ষয় ও রিতেশ থাকছেন। তবে পরিচালক সাজিদ খান অভিনেতা ববি দেওলকে নিয়েছেন এই ছবিতে। তারকাবহুল এই ছবিটি ২০১৯ সালে দিওয়ালিতে মুক্তি পাওয়ার কথা রয়েছে। 

‘হাউসফুল-৪’ ছবির শুটিংয়ের একটি ছবি টুইটারে শেয়ার করেছেন ববি দেওল ও অক্ষয় কুমার।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ‘হাউসফুল-৪’ ছবিটিতে কৃতি স্যানন ও জনি লিভার অভিনয় করবেন। ছবিটি প্রযোজনা করছেন সাজিদ নাদিয়াদৌলা।

Advertisement