Beta

ক্রিড ২

আবারও ফিরছেন স্ট্যালন

০৯ জুলাই ২০১৮, ১২:৩৬

ফিচার ডেস্ক

হলিউডের খেলানির্ভর চলচ্চিত্র ‘ক্রিড’ করে ২০১৫ সালে ব্যবসায়িক সাফল্য পেয়েছিলেন পরিচালক রায়ান কগলার। বক্সিং নিয়ে নির্মিত ছবিটিতে মূল চরিত্রে অভিনয় করেছিলেন মাইকেল বি জর্ডান ও আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন সিলভেস্টার স্ট্যালন। ছবিতে সিলভেস্টার স্ট্যালন কোচের ভূমিকায় অভিনয় করেছিলেন। এই ছবিরই সিক্যুয়াল ‘ক্রিড-২’ আসছে এই বছর।

ডিএনএ ইন্ডিয়ার খবরে জানা যায়, এবার ‘ক্রিড-২’ ছবিতে মাইকেল বি জর্ডান ও সিলভেস্টার স্ট্যালনকে আবারও একই ভূমিকায় দেখা যাবে। বক্সার চরিত্রে মাইকেল এবং কোচের ভূমিকায় থাকবেন স্ট্যালন। তবে এবার ছবিটি পরিচালনা করছেন স্টিভেন ক্যাপল জুনিয়র।

এরই মধ্যে স্ট্যালন সামাজিক যোগাযোগের মাধ্যমে ‘ক্রিড-২’-এর একটি  পোস্টার প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, ‘ক্রিড-২ নভেম্বরে ভালোই যুদ্ধ করবে।’ এর আগে  মাইকেল বি জর্ডান গত ২০ জুন ছবিটির ফার্স্ট লুক প্রকাশ করেন। ‘ক্রিড-২’ ছবিটির চিত্রনাট্য লিখেছেন সিলভেস্টার স্ট্যালন নিজেই। ছবিটি এ বছরের ২ নভেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে।
 

Advertisement