Beta

ছবি মুক্তির পরও ‘সাঞ্জু’র নতুন গান!

০২ জুলাই ২০১৮, ১৩:৫৫

ফিচার ডেস্ক

গত ২৯ জুন মুক্তি পেয়েছে সঞ্জয় দত্তের জীবনীনির্ভর ছবি ‘সাঞ্জু’। গত কয়েক দিনে ১০০ কোটি রুপি আয়ের দোরগোড়ায় পৌঁছে গেছে ছবিটি। শুধু তাই নয়, রণবীর কাপুরের অভিনয় ও রাজকুমার হিরানির পরিচালনা কুড়িয়েছে সমালোচকদের প্রশংসাও। ব্যতিক্রমধর্মী কাহিনী, অভিনয়, পরিচালনার পর আরো একদিক দিয়ে নিজেদের ব্যতিক্রম প্রমাণ করল ছবিটি। জিনিউজের খবরে প্রকাশ, ছবি মুক্তির পর ইউটিউবে মুক্তি দেওয়া হয়েছে ‘সাঞ্জু’র নতুন গান।

‘বাবা বোলতা বাস হো গেয়া’ শিরোনামের এই গানটিতে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত ও রণবীর কাপুর। গোটা ছবিতে সঞ্জয় দত্তকে মিস করেছেন দর্শক-ভক্তরা। দর্শক-ভক্তদের সেই আগ্রহ আর চাহিদা মেটাতেই মুক্তি দেওয়া হয়েছে নতুন এই গানটি। এরই মধ্যে ১০ লাখ ছাড়িয়ে গেছে গানটির ভিউ।

ছবিটিতে সঞ্জয় দত্তের চরিত্রে রণবীর ছাড়াও আরো অভিনয় করেছেন পরেশ রাওয়াল (সুনীল দত্ত, সঞ্জয়ের বাবা), মনীষা কৈরালা (নার্গিস দত্ত, সঞ্জয়ের মা), আনুশকা শর্মা, সোনম কাপুর, দিয়া মির্জা, বোমান ইরানি, ভিকি কুশাল, কারিশমা তান্না , জিম সাবরা।

Advertisement