ঈদের আগেই সাইমনের ‘ধুমধাড়াক্কা’
আরেকটি নতুন ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হলেন নায়ক সাইমন। এর আগে তিনি ‘পোড়ামন’ ছবিতে অভিনয়ের মাধ্যমে আলোচনায় আসেন। ঢালিউডে তাঁর আগমন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক জাকির হোসেন রাজুর ‘জ্বি হুজুর’ ছবির মাধ্যমে। এরপর ‘তোমার কাছে ঋণী’, ‘তুই শুধু আমার’,’স্বপ্ন ছোঁয়া’সহ বেশ কয়েকটি ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন এই অভিনেতা। এবার তিনি আরিফুর আরিফের পরিচালনায় ‘ধুমধাড়াক্কা’ সিনেমায় অভিনয় করবেন।
‘ধুমধাড়াক্কা’ ছবিতে সাইমনের সাথে জুটি বাঁধবেন নবাগত নায়িকা আরশান। আগামী ১৭ সেপ্টেম্বর থেকে এফডিসিতে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা।
ছবির পরিচালক আরিফুর আরিফ বলেন, ‘সিনেমার নায়িকা আরশানকে এরই মধ্যে চুক্তিবদ্ধ করা হয়েছে। গত রাতে নায়ক সাইমন সাদিককে চুক্তিবদ্ধ করানো হয়েছে। আমার গল্পের জন্য এই ধরনের শিল্পীই চেয়েছিলাম। ছবিতে অ্যাকশন, রোমান্স ও কমেডি- সব ধরনের ধামাকা থাকবে। ছবিটি দর্শকদের ভালো লাগবে বলে আশা করি।’
চিত্রনায়ক সাইমন বলেন, ‘অ্যাকশন, রোমান্স ও কমেডিতে ভরপুর এ সিনেমার গল্প শুনেই আমার ভালো লেগেছে। সিনেমাটিতে সাইন করলাম। ঈদের আগেই তিন দিন ছবির শুটিং হবে। আশা করছি সব মিলিয়ে ছবিটি ভালো হবে এবং দর্শক ভালোভাবে নেবেন।’
কমল সরকারের চিত্রনাট্যে এ সিনেমায় গান থাকছে মোট পাঁচটি। এতে সাইমন-আরশান ছাড়াও অভিনয় করবেন আলীরাজ, অমিত হাসানসহ অনেকে।