Beta

এবার কাজল আসছেন ‘এলা’ নিয়ে

১৭ মে ২০১৮, ২২:০৫

ফিচার ডেস্ক

বলিউডে কাজলকে সর্বশেষ দেখা গিয়েছিল ২০১৫ সালে রোহিত শেঠি পরিচালিত ‘দিলওয়ালে’ ছবিতে। যদিও নামের প্রতি সুবিচার করতে পারেনি ছবিটি। ২০১৭ সালে রজনীকান্ত ও ধানুশের সঙ্গে তামিল ছবি ‘ভিআইপি ২’-তে অভিনয় করলেও সাড়া পাননি তেমন। তবে সব ব্যর্থতা দূরে ঠেলে চলতি বছর আবারও পর্দায় আসছেন কাজল। ছবির প্রযোজক কাজলের স্বামী অজয় দেবগন জানিয়েছিলেন, চলতি বছর মুক্তি পাওয়ার কথা রয়েছে কাজল অভিনীত চলচ্চিত্র ‘এলা’।

তবে কত তারিখে মুক্তি পাবে, এ নিয়ে কিছুই জানানো হয়নি। অবশেষে চূড়ান্ত হয়েছে কাজলের ‘এলা’র মুক্তির তারিখ। ডিএনএ ইন্ডিয়ার খবরে প্রকাশ, চলতি বছরের ১৪ সেপ্টেম্বর মুক্তি পাবে ‘এলা’। এই প্রথমবারের মতো ছবিতে মায়ের ভূমিকায় থাকবেন কাজল। ছবিতে সিঙ্গেল মাদারের চরিত্রে অভিনয় করবেন তিনি। ছেলের ভূমিকায় থাকছেন জাতীয় পুরস্কারজয়ী অভিনেতা ঋদ্ধি সেন। ছবিতে একজন নাট্য নির্দেশকের ভূমিকায় অভিনয় করবেন নেহা ধুপিয়া।

আনন্দ গান্ধীর লেখা গুজরাটি নাটক ‘বেটা কাগদো’র অবলম্বনে নির্মিত হচ্ছে ছবিটি। ছবিতে মা ও ছেলের সম্পর্ক তুলে ধরা হবে। অজয় দেবগনের সঙ্গে ছবিটি যৌথভাবে প্রযোজনা করছেন পেন ইন্ডিয়া লিমিটেডের কর্ণধার জয়ন্তিলাল গাদা।

Advertisement