Beta

এনটিভিতে আজ নাটক ‘বৃষ্টি আর কাঁদবে না’

২৭ এপ্রিল ২০১৮, ১৭:২৫

ফিচার ডেস্ক
‘বৃষ্টি আর কাঁদবে না’ নাটকের একটি দৃশ্যে অপর্না ও সাইফ। ছবি : সংগৃহীত

অপর্না ঘোষ  ও ইরফান সাজ্জাদের নতুন নাটক ‘বৃষ্টি আর কাঁদবে না’। জহির করিমের রচনায় নাটকটি পরিচালনা করেছেন নাহিদ জামান।

এনটিভিতে আজ শুক্রবার রাত ৯টা ৫ মিনিটে নাটকটি প্রচারিত হবে। নাটকটিতে আরো অভিনয় করেছেন নোভা ফিরোজ, সাইফ প্রমুখ।

নাটকটির গল্পে দেখা যাবে, সিফাত একজন ফটোগ্রাফার। তার সম্পর্ক আছে মডেল জয়ার সঙ্গে। সিফাতের ইউনিভার্সিটি ফ্রেন্ড বৃষ্টি ভালোবাসে পিয়াসকে। বৃষ্টি-পিয়াসের বিয়ে প্রায় ঠিকঠাক। এমনকি কাবিননামা পর্যন্ত হয়ে গেছে। বিয়ের দিন বরযাত্রী আসার সময় সড়ক দুর্ঘটনায় পিয়াসের মৃত্যু হয়। বিয়েটা বৃষ্টির বাবার বাড়িতে ছোট্ট একটা শহরে হচ্ছিল। তাই একদিনও স্বামীর ঘর না করলেও সামাজিক কারণে তাকে বিধবার বেশ ধারণ করতে হয়। একদিকে একটা ফটোশুটের কাজে সিফাতকে বৃষ্টিদের এলাকায় আসতে হয়। হঠাৎ বৃষ্টিকে দেখে সিফাত খুব মর্মাহত হয়। বৃষ্টির এই হতাশাভাব ও বিষণ্ণ চেহারা স্বাভাবিকভাবে মেনে নিতে পারে না সিফাত। তাই সিফাত জয়াকে উপেক্ষা করে বৃষ্টিকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। একসময় ওদের বিয়েও হয়। এভাবে এগিয়ে যায় নাটকের গল্প।

Advertisement