Beta

দুই দিনে ‘এক বৈশাখে’র আট লাখ ভিউ

১৬ এপ্রিল ২০১৮, ১৮:৩৭ | আপডেট: ১৬ এপ্রিল ২০১৮, ১৮:৫৬

ফিচার ডেস্ক
‘এক বৈশাখে’ নাটকের একটি দৃশ্যে তানজিন তিশা ছবি : সংগৃহীত

আফরান নিশো ও তানজিন তিশা দুজনই ছোটপর্দার ব্যস্ততম অভিনয়শিল্পী। এবার পয়লা বৈশাখে (১৪ এপ্রিল) এনটিভিতে রাত ৯টা ১০ মিনিটে তাঁদের অভিনীত ‘এক বৈশাখে’ নাটকটি প্রচারিত হয়।

নাটকটি প্রচারের কিছুক্ষণ পর এনটিভির অফিশিয়াল ইউটিউব চ্যানেলে (https://goo.gl/KL8Ufu) আপলোড করা হয়। খুব অল্প সময়ের মধ্যে নাটকটির দর্শক বাড়তে থাকে। এরই মধ্যে ৪৮ ঘণ্টারও কম সময়ে নাটকটি আট লাখ বারের বেশি দেখা হয়েছে।

সারওয়ার রেজা জিমির রচনায় নাটকটি পরিচালনা করেছেন তুহিন হোসেন। নাটকটির দর্শক ভালোভাবে গ্রহণ করছেন তাই বেশ উচ্ছ্বসিত পরিচালক।

এ বিষয়ে নিজের অনুভূতি প্রকাশ করে এনটিভি অনলাইনকে তুহিন হোসেন বলেন, ‘আমি বিস্মিত। কারণ এত অল্প সময়ের মধ্যে অনেক  দর্শক নাটকটি দেখেছেন। দর্শকের এ রকম ভালোবাসা পেলে কাজ করতে অনুপ্রাণিত হই।নিশো ও তানজিন তিশাকে অনেক ধন্যবাদ।’

নাটকটির বিভিন্ন  চরিত্রে  আরো অভিনয় করেছেন এ কে আজাদ সেতু, স্বর্ণলতা, জয়ীতা, মাহবুব।

নাটকটির গল্পে দেখা যায়, পলাশ ঢাকার ছেলে। ব্যাংকের চাকরি নিয়ে মফস্বল শহরে বদলি। একঘেঁয়ে জীবন। একমাত্র বিনোদন রাতে ফেসবুক। ফেসবুকে নীলিমার সঙ্গে তাঁর পরিচয় হয়। নীলিমা মফস্বল শহরের মেয়ে। চাকরি সূত্রে ঢাকায় থাকতে হয়। ধীরে ধীরে পলাশ আর নীলিমার ভার্চুয়াল সম্পর্ক এগুতে থাকে। তারা ঠিক করে, আসছে পয়লা বৈশাখে তারা দেখা করবে ঢাকার চারুকলার সামনে। পলাশ কেনে শাড়ি আর নীলিমা কেনে পাঞ্জাবি। দেখতে দেখতে আসে সেই ক্ষণ। নীলিমা যথাসময়ে পাঞ্জাবি আর ফুল নিয়ে হাজির। সময় গড়িয়ে যায় কিন্তু পলাশের দেখা নেই। পলাশ অফ লাইনে। অনেকক্ষণ অপেক্ষা করে রাগে দুঃখে ক্ষোভে চলে যায় নীলিমা। আর এর পর পরই চারুকলায় হন্তদন্ত হয়ে এসে দেখে নীলিমা সেখানে নেই। এমন বৈশাখী দিনে পলাশ কোথায় খুঁজে পাবে নীলিমাকে।

Advertisement