Beta

অধরার ‘নায়ক’

১৩ মার্চ ২০১৮, ০৯:২৩ | আপডেট: ১৩ মার্চ ২০১৮, ১৩:১২

আবার শুরু হয়েছে চলচ্চিত্র ‘নায়ক’-এর শুটিং। সাভারের একটি বেসরকারি ইউনিভার্সিটিতে গতকাল সকাল থেকে শুটিং শুরু হয়। ছবিতে প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করবেন নায়ক বাপ্পী ও নবাগত নায়িকা অধরা খান। ছবিটি পরিচালনা করবেন ইস্পাহানি আরিফ জাহান। 

ইস্পাহানি আরিফ জাহান বলেন, ‘টানা শুট করে সিক্যুয়েন্সের কাজ শেষ করার ইচ্ছা আছে। সবকিছু ঠিক থাকলে আগামী ২৫ তারিখ পর্যন্ত টানা শুটিং করব। এরপর বাকি থাকবে ছবির গানের শুটিং। এর আগে আমরা এফডিসিতে ছবির শুটিং করেছি। সেখানে ছবির প্রায় ৪০ শতাংশ শুটিং করেছিলাম।’ 

ছবির নায়িকা অধরা খান বলেন, ‘আমার কাজ করতে অনেক ভালো লাগছে, সুন্দর গল্পের একটি ছবি। আমি ধন্যবাদ দিতে চাই ছবির পরিচালককে, কারণ এখনো আমার কোনো ছবি মুক্তি পায়নি। এমন সময় তিনি আমাকে ছবির সঙ্গে যুক্ত করেছেন। বাপ্পী ও মৌসুমী আপার সঙ্গে কাজ করে অনেক ভালো লাগলো, দুজনই আমাকে অনেক সহযোগিতা করেছেন, এখনো করছেন। সবাই দোয়া করবেন, আমরা যেন সঠিকভাবে কাজটা শেষ করতে পারি।’  

অধরা খান এর আগে শাহীন সুমন পরিচালিত ‘পাগলের মতো ভালোবাসি’ ও ‘মাতাল’ ছবিতে অভিনয় করেছেন। ‘পাগলের মতো ভালোবাসি’ ছবিটির শুটিং শেষ হয়ে এখন সম্পাদনার কাজ চলছে। আর ‘মাতাল’ ছবির শুটিং প্রায় শেষ, চলতি মাসেই শেষ পর্যায়ের শুটিং হওয়ার কথা রয়েছে।

Advertisement