Beta

মঞ্চে আসছে ‘পাঁজরে চন্দ্রবান’

০৪ মার্চ ২০১৮, ১৩:৩২

ফিচার ডেস্ক
‘পাঁজরে চন্দ্রবান’ নাটকের একটি দৃশ্য। ছবি : সংগৃহীত

‘পাঁজরে চন্দ্রবান’।  মঞ্চনাটকটি  লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক  ও মেধাবী তরুণ নাট্যকার শাহমান মৈশান।

নাটকটির নির্দেশনা দিয়েছেন বিভাগের অধ্যাপক ও উপমহাদেশের বহুমাত্রিক নাট্যব্যক্তিত্ব ড. ইসরাফিল শাহীন।

নাটকটি আগামীকাল সোমবার সন্ধ্যা ৭টায় বিভাগের নিজস্ব মিলনায়তন  নাটমণ্ডলে এবং ৬ থেকে ৯ মার্চ পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৭টায় একই সময়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল হলে মঞ্চস্থ হবে।

নাটকটিতে অভিনয় করবেন বিভাগের এমএর শিক্ষার্থীরা। নাটকটির মঞ্চ ও আলোক পরিকল্পনায়  রয়েছেন আশিক রহমান লিয়ন, সংগীত পরিকল্পনায় কাজী তামান্না হক সিগমা ও সাইদুর রহমান লিপন এবং কোরিওগ্রাফিতে অমিত চৌধুরী।

ইসরাফিল শাহীন জানান, মানব আত্মা সম্পর্কিত এই নাটকে  দেখা যাবে নাট্যিক আয়তনের ভৌত স্থান মহাকর্ষীয় দৃশ্যগত বিবাদের উদ্ভট কাল্পনিকতায় রূপান্তরিত হয়।

তিনি আরো জানান, স্বৈরশাসকের একনায়কতন্ত্র, বুদ্ধিবৃত্তির আমলাতন্ত্র, প্রেমাতাল আকাঙ্ক্ষা, প্রতিশ্রুতিবদ্ধ ভূমি, গণতন্ত্রের স্ববিরোধিতা ও প্রচলিত বিষাক্ত আত্মার ভঙ্গুরতায় জরাজীর্ণ ব্যক্তিত্বের আখ্যান  নিয়েই ‘পাঁজরে চন্দ্রবান’।

নাটকটি ভারতে অনুষ্ঠিত থিয়েটার অলিম্পিকে ১৩ মার্চ পাটনা ও ১৪ মার্চ দিল্লিতে মঞ্চস্থ হবে বলেও জানান ইসরাফিল শাহীন।

Advertisement