পাবনায় শাকিব-পাওলির ‘সত্তা’র বিশেষ প্রদর্শনী
আগামী পহেলা বৈশাখে মুক্তি পাচ্ছে শাকিব খান এবং পাওলি দাম অভিনীত ‘সত্তা’ ছবিটি। ছবিটির পরিচালনায় হাসিবুর রেজা কল্লোল এবং প্রযোজনায় রয়েছেন সোহানী হোসেন। গত সোমবার পাবনার রূপকথা সিনেমা হলে সারা দেশে মুক্তির আগেই ছবির একটি বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। এই সিনেমা হলটির মালিক প্রযোজক সোহানী হোসেন নিজেই।
বিষয়টি নিয়ে প্রযোজক সোহানী হোসেন এনটিভি অনলাইনকে বলেন, ‘আসলে আমার অনুরোধেই এই বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছিল। প্রায় আড়াই বছর কাজ করে ছবিটি আগামী পহেলা বৈশাখের জন্য প্রস্তুত করতে পেরেছি। কেমন হলো, সেটা দেখার আগ্রহ আমার অনেকদিন ধরেই ছিল। তাই এই প্রদর্শনীর ব্যবস্থা করেছিলাম।’
ছবির বিষয়ে সার্বিকভাবে সোহানী হোসেন সন্তুষ্ট। তিনি বলেন, ‘আমি প্রযোজক হিসেবে তৃপ্ত। আমার অনেক টাকা এই ছবিতে আটকে আছে। কিন্তু ছবি দেখার পর শান্তি পেয়েছি। আশা করি দর্শক ছবিটি পছন্দ করবেন। এ ধরনের চলচ্চিত্র দর্শক হলে টানবে বলে হল-মালিক হিসেবেও আমি মনে করি।’
ছবিটি প্রথমবারের মতো বড় পর্দায় দেখলেন ছবির পরিচালক কল্লোল। তিনি বলেন, ‘একেবারেই পারিবারিক একটা পরিবেশে ছবিটি আমরা দেখেছি। প্রযোজকের কাছের কয়েকজন মানুষ নিয়ে আমরা ছবিটি দেখেছি। সবাই অনেক প্রশংসা করেছেন। নিজের ছবি প্রথমবারের মতো দেখে অনেক ভালো লেগেছে। প্রযোজকের তৃপ্তি আমাকে প্রশান্তি দিয়েছে।’
‘সত্তা’ নিয়ে তিনি যেভাবে ভেবেছেন, তার কতটা পর্দায় ফুটিয়ে তুলতে পেরেছেন—এমন জিজ্ঞাসার জবাব কল্লোল দিলেন এভাবে, ‘আসলে একজন পরিচালক কখনো সন্তুষ্ট হতে পারে কি না আমি জানি না। সবাই যখন ছবি দেখে প্রশংসা করছিল, তখন আমি চিন্তা করছিলাম আরো ভালো হতে পারত। ছবির জন্য আমি যা চিন্তা করেছি, তা ক্যামেরায় ধারণ করেছি, বাংলাদেশের সুপারস্টার আর কলকাতার ভালো অভিনেত্রী এই ছবিতে ভালো কাজ করেছেন, পুরো টিম অনেক ভালো কাজ করেছে। তারপরও পরিচালক হিসেবে কিছু অতৃপ্তি তো থেকেই যায়। আগামী ছবিগুলোতে এই অভিজ্ঞতা কাজে লাগাতে চেষ্টা করব।’
গত ২০১৪ সালের ১৬ নভেম্বর এফডিসিতে মহরতের মাধ্যমে ছবির কাজ শুরু হয়। শিডিউল জটিলতা কাটিয়ে ২০১৬ সালের শেষদিকে ছবির কাজ শেষ হয়। চলতি বছরের জানুয়ারি মাসে ছবিটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পায়।