মৃগী রোগ মোশাররফের, ওষুধ পেতে ডাক্তারের মেয়েকে করেছেন বিয়ে!

নাটকটির দৃশ্য। ছবি : এনটিভি অনলাইন
বরিশাল থেকে মোশাররফ করিম ঢাকায় আসেন মৃগী রোগের ওষুধ নিতে। দুই ডোজের ওষুধ নিয়েছেন; শেষ ডোজে বিপত্তি। ডাক্তার নিজেই অসুস্থ। এরপর সেই ওষুধ পেতে ডাক্তারের মেয়ের সঙ্গে প্রেম করে বিয়ে করে জামাই বনে গিয়েছেন। তবুও কি মৃগী রোগের শেষ ডোজের ওষুধ নিতে পেরেছিলেন?
এমন মজার গল্পের পুরোটা জানতে চোখ রাখতে হবে এনটিভির ঈদ আয়োজনে। ‘জামাই রাজা’ শিরোনামের একটি নাটকে এমন দৃশ্যে দেখা মিলবে খ্যাতিমান এই অভিনেতাকে। সঙ্গে থাকছেন সালহা খানম নাদিয়া।

নাটকটির দৃশ্য। ছবি : এনটিভি অনলাইন
জুয়েল এলিনের রচনায় নাটকটি নির্মাণ করেছেন সোহেল হাসান। এনটিভি অনলালাইনের সঙ্গে এক আলাপে নির্মাতা জানিয়েছেন, ‘গল্পটি বেশ মজার, দর্শক পুরোপুরি বিনোদিত হবেন বলে আমার বিশ্বাস।’
সংশ্লিষ্ট সংবাদ: এনটিভি নাটক
১০ আগস্ট ২০২২
২৮ জুলাই ২০২২
১৭ জুলাই ২০২২