প্রভাস-দীপিকার সিনেমায় অমিতাভ নিচ্ছেন ২৪ কোটি টাকা

ভারতের দক্ষিণী সুপারস্টার প্রভাস ও বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে নিয়ে বড় বাজেটের একটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন ‘মহন্তি’ সিনেমাখ্যাত পরিচালক নাগ অশ্বিন। এ তথ্য কম-বেশি সবার জানা। অমিতাভ বচ্চনের জন্মদিনে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান বৈজয়ন্তী মুভিস জানিয়েছিল, সিনেমাটিতে চমক হিসেবে দেখা যাবে বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনকে।
এবার এক সূত্রের বরাতে বলিউড হাঙ্গামার খবর, অমিতাভ বচ্চন প্রায়ই দক্ষিণে কাজ করার জন্য একটি প্রিমিয়াম রেট নিয়ে থাকেন। এ সিনেমায় তাঁর ভূমিকা কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের মতোই গুরুত্বপূর্ণ। আর এ সিনেমার জন্য বিগ বি চার্জ করেছেন ২১ কোটি রুপি, যা বাংলাদেশের মুদ্রায় ২৪ কোটি টাকার বেশি।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, ২০২৩ সালে মুক্তি পেতে পারে সিনেমাটি আর শুটিং শুরু হতে পারে আগামী বছরে। নাগ অশ্বিনের সিনেমার শুটিংয়ে যাওয়ার আগে অমিতাভ বচ্চনকে রণবীর কাপুরের সঙ্গে ‘ব্রহ্মাস্ত্র’ ও অজয় দেবগনের ‘মেডে’ সিনেমায় দেখা যাবে।
নাগ অশ্বিনের সিনেমার গল্প কাল্পনিক তৃতীয় বিশ্বযুদ্ধকে কেন্দ্র করে এবং এটি সায়েন্স ফিকশন থ্রিলার হতে যাচ্ছে।