সিরাজগঞ্জের রায়গঞ্জ সদরে ভোটার উপস্থিতি কম
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে সিরাজগঞ্জের রায়গঞ্জ সদর উপজেলায় ভোটগ্রহণ চলছে। আজ বুধবার (৫ জুন) সকাল আটটায় ভোটগ্রহণ শুরু হয়। তবে দুপুর ১২টা পর্যন্ত এ উপজেলায় ভোটার উপস্থিতি কম দেখা গেছে। এ ছাড়া কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
ধানগড়া মহিলা ডিগ্রি কলেজের কেন্দ্রে গিয়ে জানা যায়, প্রথম দেড় ঘণ্টায় এ কেন্দ্রের একটি কক্ষে মাত্র এক ভোট পড়েছে। প্রিসাইডিং কর্মকর্তা ফিরোজ আহমেদ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ফিরোজ আহমেদ বলেন, ধানগড়া মহিলা ডিগ্রি কলেজের কেন্দ্রে মোট ভোটার চার হাজার ১৬৯ জন। সকালে ভোটার উপস্থিতি কম ছিল। সকাল ১০টা পর্যন্ত এই কেন্দ্রে ভোটের হার তিন দশমিক ৯৫ শতাংশ।
রায়গঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন মোটরসাইকেল প্রতীকের আব্দুল হাদী আলমাজি জিন্না, দোয়াত-কলম প্রতীকের ইমরুল হোসেন তালুকদা ইমন, ঘোড়া প্রতীকের গোলাম হোসেন শুভন এবং আনারস প্রতীকের আমিনুল ইসলাম শিহাব।