ভিকারুননিসায় ভর্তিতে অনিয়মের অভিযোগ, শাখাপ্রধান সাময়িক বরখাস্ত

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের লোগো তাদের ওয়েবসাইট থেকে নেওয়া
রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের মূল দিবা শাখার (বাংলা ভার্সন) প্রধান মো. শাহ আলম খানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ভর্তিতে অনিয়মের অভিযোগে গতকাল বৃহস্পতিবার (৪ জানুয়ারি) তাকে সাময়িক বরখাস্ত করা হয়। একইসঙ্গে ঘটনা তদন্তে গঠিত হয়েছে কমিটি।ে
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, একজনের ভর্তির ফরমে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। তিনি (শাহ আলম খান) পদে থাকলে তদন্তটি ঠিকমতো করা যাবে না। সেজন্য তাকে আপাতত সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। কারণ দর্শানোর চিঠিও দেওয়া হয়েছে। তদন্ত শেষ হলে বোঝা যাবে, আসলে কী ঘটনা ঘটেছিল এবং কী করা যাবে।
জানা গেছে, চলতি ২০২৪ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থীর জন্মনিবন্ধন যথাযথভাবে যাচাই না করেই ভর্তির অভিযোগ উঠেছে।