Beta

ভর্তি পরীক্ষার জন্য বুয়েটের আন্দোলন দুদিন শিথিল

১২ অক্টোবর ২০১৯, ১৫:১৫ | আপডেট: ১২ অক্টোবর ২০১৯, ১৫:৪৫

নিজস্ব প্রতিবেদক
আজ শনিবার দুপুর আড়াইটায় বুয়েটের শিক্ষার্থীরা শহীদ মিনার থেকে দুদিনের জন্য আন্দোলন শিথিল করার ঘোষণা দেয়। ছবি : এনটিভি

সহপাঠী আবরার ফাহাদ হত্যার বিচারের দাবিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আন্দোলনরত শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষার সুবিধার্থে দুদিনের জন্য আন্দোলন শিথিল করেছে।

আজ শনিবার দুপুর আড়াইটায় বুয়েটের শিক্ষার্থীরা শহীদ মিনারে দাঁড়িয়ে এই ঘোষণা দেয়।

এ সময় ঘোষণায় বলা হয়, ‘আমরা আমাদের আন্দোলন স্থগিত করছি না। আগামী ১৪ অক্টোবর বুয়েটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সুতরাং ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের সুবিধার্থে ১৩ ও ১৪ অক্টোবর দুদিন আন্দোলন স্থগিত করা হলো।’

আগামী ১৫ অক্টোবর থেকে আবার আন্দোলন শুরু হবে কি না- এমন প্রশ্নে সেখানে উপস্থিত এক শিক্ষার্থী বলেন, ‘এ ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।’

গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে আন্দোলনকারীদের বৈঠক হওয়ার পরও আজ শনিবার সকাল থেকে আন্দোলন অব্যাহত রাখে শিক্ষার্থীরা। আগে তাদের ১০ দফা দাবি থাকলেও আজ আন্দোলনের ষষ্ঠ দিনে এসে আন্দোলনকারীরা পাঁচ দফা দাবি তুলে ধরে। দুপুর ১২টার দিকে বুয়েট শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থান নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেয়।

এরপর বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের যেসব দাবি মেনে নেওয়া হয়েছে সেসব ব্যাপারে নোটিশ জারি করে। আর তার পরই আন্দোলন শিথিলের ঘোষণা আসে শিক্ষার্থীদের কাছ থেকে।

শিক্ষার্থীরা বলে, ‘প্রশাসনের পক্ষ থেকে নোটিশ জারি করা আন্দোলনের প্রাথমিক বিজয়। এর ফলে আমরা ১৩ ও ১৪ অক্টোবরের জন্য চলমান আন্দোলন শিথিল করার সিদ্ধান্ত নিয়েছি। আশা করি, এই সময়ের মধ্যেই সব দাবি মানার সিদ্ধান্ত দৃশ্যমান করবে বুয়েট প্রশাসন।'

অপর এক প্রশ্নের জবাবে সমাবেশস্থল থেকে আরো বলা হয়, ১৪ অক্টোবর বুয়েটের ভর্তি পরীক্ষা। এটা নির্বিঘ্নে হোক। পরীক্ষা বানচালের দায় আমরা নিতে চাই না। প্রধানমন্ত্রীর প্রতি আমাদের আস্থা রয়েছে। ভিসি স্যারকেও ধন্যবাদ। দাবি বাস্তবায়ন শুরু হওয়ায় আন্দোলন আপাতত শিথিল। পাশাপাশি পরীক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement