আবারও ঢাবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ

Looks like you've blocked notifications!
রাজধানীর সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করার প্রতিবাদ এবং এ সিদ্ধান্ত বাতিলের দাবিতে আজ বৃহস্পতিবার শাহবাগ চত্বরে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেন ঢাবির শতাধিক শিক্ষার্থী। ছবি : এনটিভি

রাজধানীর সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত করার প্রতিবাদ এবং এ সিদ্ধান্ত বাতিলের দাবিতে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী। আজ বৃহস্পতিবার রাজধানীর শাহবাগ চত্বরে এ অবস্থান কর্মসূচি পালন করেন তাঁরা। এ সময় আশপাশের সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়। নিউমার্কেট থেকে মৎস্য ভবন ও শাহবাগ থেকে ফার্মগেট পর্যন্ত যানবাহন রাস্তায় আটকা পড়ে যায়।

এ সময় কর্তৃপক্ষের কাছ থেকে দাবি পূরণের লিখিত আশ্বাস না পাওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে বলে জানান শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের অভিযোগ, অধিভুক্তির কারণে বিশ্ববিদ্যালয়ে সেশনজট, প্রশাসনিক জটিলতাসহ প্রতিনিয়ত বিভিন্ন সমস্যায় পড়তে হচ্ছে তাঁদের।

শিক্ষার্থীরা বলেন, ‘ঢাবি প্রশাসন বিশ্ববিদ্যালয়ের ৪৩ হাজার শিক্ষার্থীদের সার্ভিস দিতে পারে না, সেখানে কেন সাত কলেজের বোঝা নিয়ে রাখবে?’

শিক্ষার্থীরা জানান, এ আন্দোলন সাত কলেজের বিরুদ্ধে নয়। অধিভুক্তির ফলে এসব কলেজকে যেমন বিভিন্ন হয়রানির শিকার হতে হচ্ছে, তেমনি ঢাবির ৪৩ হাজার শিক্ষার্থীদেরও পরিচয় সংকটে ভুগতে হচ্ছে বলেও অভিযোগ তাঁদের।

এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা দুই মাসের মধ্যে পরীক্ষার ফলপ্রকাশ ও ঢাবি ক্যাম্পাসের ভেতর দিয়ে গণপরিবহন চলাচল বন্ধেরও দাবি জানান।

অধিভুক্ত সাতটি কলেজের মধ্যে রয়েছে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।