ক্যাডেট কলেজের ৬১২ পরীক্ষার্থীর ৫৯৪ জনই জিপিএ ৫

Looks like you've blocked notifications!
শিক্ষকদের সঙ্গে ফৌজদারহাট ক্যাডেট কলেজের সদ্য ফলপ্রাপ্ত এইচএসসি পরীক্ষার্থীরা। ছবি : আইএসপিআর

সেনাবাহিনীর প্রত্যক্ষ নিয়ন্ত্রণে পরিচালিত দেশের ১২টি ক্যাডেট কলেজের ৬১২ জন উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার্থীর ৫৯৪ জনই জিপিএ ৫ পেয়েছে। বাকি ১৮ জন পেয়েছে জিপিএ ৪। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর।

১২টি ক্যাডেট কলেজের মধ্যে আটটিতে পরীক্ষার্থীদের সবাই জিপিএ ৫ পেয়েছে। এগুলো হলো ফৌজদারহাট ক্যাডেট কলেজে ৪৮ জন, মির্জাপুর ক্যাডেট কলেজে ৪৬ জন, সিলেট ক্যাডেট কলেজে ৫১ জন, রংপুর ক্যাডেট কলেজে ৫৩ জন, বরিশাল ক্যাডেট কলেজে ৪৯ জন, পাবনা ক্যাডেট কলেজে ৪৯ জন, ফেনী গার্লস ক্যাডেট কলেজে ৬০ জন ও জয়পুরহাট ক্যাডেট কলেজে ৫৫ জন পরীক্ষার্থী।

অন্যদিকে ঝিনাইদহ ক্যাডেট কলেজের ৫২ জন অংশগ্রহণকারী পরীক্ষার্থীর ৪৬ জন পেয়েছে জিপিএ ৫, আর বাকি ছয়জন জিপিএ ৪ পেয়েছে। রাজশাহী ক্যাডেট কলেজের ৫০ জনের দুজন বাদে ৪৮ জনই জিপিএ ৫ পেয়েছে।

ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজে ৫০ পরীক্ষার্থীর মধ্যে সর্বোচ্চ নয়জন জিপিএ ৪ পেয়েছে। বাকি ৪১ জন জিপিএ ৫ পেয়েছে। আর কুমিল্লা ক্যাডেট কলেজের ৪৯ পরীক্ষার্থীর একজন জিপিএ ৪ পেয়েছে।

শিক্ষকদের সঙ্গে ফেনী গার্লস ক্যাডেট কলেজের এইচএসসি পরীক্ষার্থীরা। ছবি : আইএসপিআর

আজ বুধবার সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল তুলে দেওয়া হয়। তার পরই প্রধানমন্ত্রী কম্পিউটারের বাটন চেপে ফল প্রকাশ করেন। এরপর শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ফলের কিছু তথ্য তুলে ধরেন। আটটি শিক্ষা বোর্ডে পাসের হার ৭১ দশমিক ৮৫ শতাংশ।

শিক্ষা বোর্ডগুলোর মধ্যে পাসের হার সবচেয়ে বেশি কুমিল্লা শিক্ষা বোর্ডে। ওই বোর্ডে পাসের হার ৭৭ দশমিক ৭৪ শতাংশ। আটটি শিক্ষা বোর্ডের মধ্যে অষ্টম অবস্থানে আছে চট্টগ্রাম বোর্ড। ওই বোর্ডে পাসের হার ৬২ দশমিক ১৯ শতাংশ।

চলতি বছর সবচেয়ে বেশি শিক্ষার্থী অংশ নেয় ঢাকা বোর্ডে। ওই বোর্ডে তিন লাখ ৯৩ হাজার ৮৩৫ শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে দুই লাখ ৭৯ হাজার ৯৭৯ শিক্ষার্থী।