ধর্ষকদের প্রকাশ্যে মৃত্যুদণ্ড চায় ঢাবি শিক্ষার্থীরা

Looks like you've blocked notifications!
বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত মানববন্ধনে শিক্ষার্থীরা। ছবি : এনটিভি

সারা দেশে অব্যাহত ধর্ষণের প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। তাঁরা ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি জানিয়েছেন।

আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। ‘ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি প্রকাশ্যে মৃত্যদণ্ড চাই’ লেখা সংবলিত ব্যানারে শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা ‘শিশুকামীদের ফাঁসি চাই, মৃত্যুদণ্ড চাই’, ‘ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড চাই’, ‘বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে ৩০ দিনের মধ্যে বিচার করে ধর্ষককে দড়িতে ঝোলাতে হবে’, ‘বিকৃত মানুষরূপী জানোয়ারমুক্ত সমাজ দাবি নয়, অধিকার..’, ‘নারীদের নিরাপত্তা নিশ্চিত করা সময়ের দাবি’ ইত্যাদি প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

মানববন্ধন থেকে বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে ৩০ দিনের মধ্যে বিচার করে ধর্ষককে ফাঁসিতে ঝোলানোর দাবি জানান শিক্ষার্থীরা।

মানববন্ধনে ডাকসুর সাংস্কৃতিক সম্পাদক আসিফ তালুকদার বলেন, ‘ধর্ষণ কারো একক সমস্যা নয়, এটি দেশ, সমাজ তথা সারা বিশ্বের বিবেকবান মানুষের কাছে মূর্তমান আতঙ্ক। ধর্ষক কারো আপন নয়; এরা সমাজের বুকে মূর্তমান আতঙ্ক ও মানুষ রুপে পশু। আমরা পুরুষ কিংবা নারী নই; আমরা মানুষ। ধর্ষণের মতন অপরাধের শাস্তি হোক জনসম্মুখে, দ্রুত বিচার আইনে।’

ডাকসুর কমনরুম ও ক্যাফেটরিয়া বিষয়ক সম্পাদক লিপি আক্তার বলেন, ‘ধর্ষকদের আমরা সর্বোচ্চ শাস্তি কামনা করি। তাদের প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া হোক। ধর্ষণের শাস্তি যদি মৃত্যুদণ্ড হয় তাহলে স্বাভাবিকভাবে ধর্ষকরা ভয় পাবে।’

পরিবেশ বিজ্ঞানী কানিজ আকলিমা সুলতানা বলেন, ‘ধর্ষণ ও যৌন নির্যাতন এখন মহামারী আকার ধারণ করেছে। যেকোনো মহামারী সরকার চাইলে রুখতে পারে। প্রশাসন যদি তাদের এলাকার স্কুল, কলেজ, মাদ্রাসার সাথে সংযুক্ত থেকে খোঁজ-খবর নেয় তাহলে দুই দিন বছর পর এই ধর্ষণ রোধ হবে।’