জবি ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত

Looks like you've blocked notifications!
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে প্রধান অতিথি জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের হাতে ক্রেস্ট তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। ছবি : এনটিভি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ‘প্রথম পুনর্মিলনী ২০১৯’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ‘উচ্ছ্বাসে উল্লাসে, নতুন আলোর উদ্ভাসে’ স্লোগানকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবন চত্বরে পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন।

পুনর্মিলনী অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের আহ্বায়ক রাশেদুল ইসলাম পল্লবের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. শওকত জাহাঙ্গীর, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. গোলাম মোস্তফা, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ইএমবিএ প্রোগ্রামের ডিরেক্টর অধ্যাপক ড. মনিরুজ্জামান, আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের হেড অব অ্যাক্টিভেশন মো. সানাউল সিকদার, ওয়ালটন গ্রুপের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর (মার্কেটিং) ফিরোজ আলম, শাহরিয়ার স্টিল মিলস লিমিটেডের পরিচালক শেখ মো. আজহার ও অ্যাসোসিয়েশনের সদস্য সচিব ওমর ফারুক বক্তব্য দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথিসহ অন্য অতিথিদের ক্রেস্ট ও ‘মেলবন্ধন ২০১৯’ নামক বিশেষ স্মরণিক দেওয়া হয়। এ ছাড়া সাবেক জগন্নাথ কলেজের ছয়জন শিক্ষককে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।

অনুষ্ঠানের শেষ পর্বে বিজ্ঞান ভবন চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল জনপ্রিয় ব্যান্ড দল চিরকুটসহ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পরিচালনায় ব্যান্ড সংগীত পরিবেশনা। এছাড়াও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক ও অ্যালামনাইরা উপস্থিত ছিলেন।