ভালোবাসা দিবসে ‘সিঙ্গেল সংগ্রাম পরিষদে’র বিক্ষোভ

Looks like you've blocked notifications!
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ‘বাংলাদেশ সিঙ্গেল সংগ্রাম পরিষদ’ ব্যানারে সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। ছবি : এনটিভি

বিশ্ব ভালোবাসা দিবসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ‘বাংলাদেশ সিঙ্গেল সংগ্রাম পরিষদ’। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ওই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ থেকে ‘পুঁজিবাদী প্রেমের’ বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়।

এর আগে ওই ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অপরাজেয় বাংলার সামনে এসে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সিঙ্গেল সংগ্রাম পরিষদের সভাপতি মাহিন মাহি ইমতু, আহ্বায়ক এস এম আবদুর রহমান আবির, সাধারণ সম্পাদক বাবর হোসাইন বাপ্পি, ঢাকা বিশ্ববিদ্যালয় সিঙ্গেল সংগ্রাম পরিষদের সভাপতি মো. মেহেদি হাসান নিবিড়সহ সংগ্রাম পরিষদের বিভিন্ন হলের নেতারা।

সমাবেশে ক্যাম্পাসের পরিবেশ নষ্ট না করার আহ্বান জানিয়ে বাংলাদেশ সিঙ্গেল সংগ্রাম পরিষদের সভাপতি মাহিন মাহি ইমতু বলেন, ‘বর্তমানে ভালোবাসার নামে অনেকে অসামাজিক কাজ করে। ভালোবাসা একদিনের জন্য নয়। ভালোবাসা সব সময় থাকে। তাই ক্যাম্পাসে ভালোবাসার নামে কেউ যেন নোংরা কাজ না করে, সেই আহ্বান রাখছি।’

মিছিল-পরবর্তী সমাবেশে বাংলাদেশ সিঙ্গেল সংগ্রাম পরিষদের আহ্বায়ক এস এম আবদুর রহমান আবির বলেন, ‘ভালোবাসা দিবসের নামে অশ্লীলতায় আমরা বিশ্বাস করি না। এটি হচ্ছে পশ্চিমা সংস্কৃতির আগ্রাসন। আমরা ক্যাম্পাসে ভালোবাসা দিবসের নামে অশ্লীলতার বিরুদ্ধে লড়ছি। আমাদের ডাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব সিঙ্গেল এক হয়েছে। মূলত আমরা ভালোবাসা দিবসকে কেন্দ্র করে ক্যাম্পাসে অশ্লীলতার বিরুদ্ধে কাজ করছি।’