ডাকসু নির্বাচনের পুনঃ তফসিল দাবি ছাত্রদলের

Looks like you've blocked notifications!
মধুর ক্যান্টিনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ছাত্রদল নেতারা। ছবি : এনটিভি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ক্যাম্পাসে সহাবস্থানের স্থায়ী সমাধান করার পর ডাকসু নির্বাচনের তফসিল ঘোষনার দাবি জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। গত ১১ ফেব্রুয়ারি ঘোষিত তফসিল বাদ দিয়ে পুনঃতফসিলের দাবি জানিয়েছে তারা। 

আজ বুধবার ঢাবির মধুর ক্যান্টিনে সাংবাদিকদের এ কথা বলেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসান।

রাজিব বলেন, ‘আমরা ঢাবি প্রশাসনকে সাত দফা দাবি জানিয়েছি। প্রথমটি ছিল ক্যাম্পাসে এবং হলে সহাবস্থান নিশ্চিত করতে হবে। আমরা দশ বছর পর বিশ্ববিদ্যালয়ে এসেছি। প্রশাসন ও অন্যান্য ছাত্রসংগঠনের সাথে নিয়মিত কার্যক্রম চালিয়ে যেতে চাই। তার পদক্ষেপ হিসেবে আমরা এখানে এসেছি। এ প্রক্রিয়াটা গভীরভাবে পর্যবেক্ষণ করছি।’

দাবির বিষয়ে রাজিব বলেন, ‘আমরা দাবি জানিয়েছি ন্যূনতম তিনমাস সহাবস্থানের পরে ডাকসুর নির্বাচনের পরিবেশ নিশ্চিত হলেই ভোটগ্রহণ করা। ভোটকেন্দ্র হলের বাইরে নিয়ে আসার দাবিতে এখনো অটল আছি আমরা। সামগ্রিক পরিবেশ নিশ্চিত হওয়ার পর পুনরায় তফসিল ঘোষণা করতে হবে।’

বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি ছাত্রদল নেতা বলেন, ‘সহাবস্থানের স্থায়ী সমাধানের জন্য পদক্ষেপ গ্রহণ করার দাবি জানাচ্ছি। প্রার্থী হওয়ার ক্ষেত্রে যে সকল অগণতান্ত্রিক ধারা আছে তা বাতিল করতে হবে।’

অপরদিকে ছাত্রলীগের পক্ষ থেকে কথা বলেন সংগঠনটির সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন। তিনি বলেন, ‘ক্যাম্পাসে যে গণতান্ত্রিক পরিবেশ আছে সেটা আজকে প্রমাণ হয়ে গেছে। যার যার রাজনীতি সে করবে। ছাত্রলীগ কাউকে বাধা দেবে না।’

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির বিষয়ে ছাত্রলীগের এই নেতা বলেন, ‘আমরা ক্রিটিক্যাল মুহূর্তে  দায়িত্ব  নিয়েছি। তাই কেন্দ্রীয়  কমিটি পূর্ণাঙ্গ করতে পারেনি।  সামনে ডাকসু নির্বাচন। এই নির্বাচন উপলক্ষে  আমরা প্রস্তুতি কমিটি করব।’