ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন বক্তা ড. আনিসুজ্জামান

Looks like you've blocked notifications!
জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান। ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫১তম সমাবর্তনে বক্তা হচ্ছেন জাতীয় অধ্যাপক ও শিক্ষাবিদ ড. আনিসুজ্জামান। গতকাল সোমবার রাতে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সভায় তাঁকে চূড়ান্ত করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আখতারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

উপাচার্য জানান, এর আগে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী ৫১তম সমাবর্তন বক্তা হিসেবে শান্তিতে নোবেল বিজয়ী লেইমা গবোয়ি চূড়ান্ত ছিলেন। শুধু তাই নয়, আমন্ত্রণ জানানোর প্রস্তাব গৃহীত হওয়ার পাশাপাশি তাঁকে ডক্টর অব লজ ডিগ্রি দেওয়ার কথাও ছিল। কিন্তু সিন্ডিকেটের সভায় আপত্তি থাকায় তাঁর পরিবর্তে ড. আনিসুজ্জামানকে চূড়ান্ত করা হয়।

আগামী ৬ অক্টোবর এই সমাবর্তন হওয়ার কথা রয়েছে। সমাবর্তন অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে এরই মধ্যে  একটি নির্বাহী, একটি ব্যবস্থাপনা ও ২৬টি উপকমিটি গঠন করা হয়েছে।