উদ্বোধনের পর শিক্ষার্থীদের বাস চালালেন উপাচার্য

Looks like you've blocked notifications!
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী আজ সোমবার শিক্ষার্থীদের জন্য নতুন বাসের উদ্বোধন করে বাসটি কিছুক্ষণ চালান। ছবি : সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের যাতায়াতের জন্য পরিবহন বহরে নতুন একটি বাস যুক্ত করা হয়েছে। আজ সোমবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বাসটির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। 

এরপর নতুন বাসের চালকের আসনে বসে পড়েন উপাচার্য। পাশে বসেন বাসের চালক। বাসে ওঠেন উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীরা। উপাচার্য তাঁদের সবাইকে নিয়ে বাসটি কিছুক্ষণ প্রশাসনিক ভবনের সামনের মাঠে চালান।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী আজ সোমবার শিক্ষার্থীদের জন্য নতুন বাসের উদ্বোধন করে বাসটি কিছুক্ষণ চালান। ছবি : সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে প্রায় ৭৮ লাখ টাকা ব্যয়ে কেনা এ বাসটির আসন সংখ্যা ৪১। এ বাসের উদ্বোধনের মধ্য দিয়ে বর্তমানে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহনের সংখ্যা ১৭টি। যার মধ্যে শিক্ষার্থীদের জন্য রয়েছে পাঁচটি।

বাসটির উদ্বোধনকালে উপাচার্য বলেন, ‘নতুন এ বাসটি শিক্ষার্থীদের যাতায়াত সমস্যার কিছুটা হলেও সমাধান দেবে। শিক্ষার্থীদের দায়িত্ব হলো বাসটির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা। কয়েক মাসের মধ্যেই  পরিবহন বহরে আরো তিন-চারটি বাস যুক্ত করতে পারব বলে আশা করছি।’

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী আজ সোমবার শিক্ষার্থীদের জন্য নতুন বাসের উদ্বোধন করেন। ছবি : সংগৃহীত

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. আবু তাহের, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এন. এম. রবিউল আউয়াল চৌধুরী, বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. কাজী মো. কামাল উদ্দিনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ।