ইবির ভর্তি আবেদন শুরু ১০ সেপ্টেম্বর

Looks like you've blocked notifications!

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ভর্তি আবেদন ১০ সেপ্টেম্বর শুরু হবে। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আবদুল লতিফ এ তথ্য নিশ্চিত করেছেন। আগামী ১০ অক্টোবর পর্যন্ত অনলাইনে ভর্তি আবেদন গ্রহণ করবে কর্তৃপক্ষ।

রেজিস্ট্রার দপ্তর জানায়, ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৪ থেকে ৭ নভেম্বর অনুষ্ঠিত হবে। এ বছর বিশ্ববিদ্যালয়ের চারটি ইউনিটের অধীনে পাঁচটি অনুষদভুক্ত ৩৩টি বিভাগে দুই হাজার ২৭৫ আসনের বিপরীতে শিক্ষার্থী ভর্তি করা হবে। এ ছাড়া বিভিন্ন কোটা থেকে ১৬১ শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে। এ বছরই সর্বপ্রথম আটটি ইউনিটের পরিবর্তে চার ইউনিটের মাধ্যমে ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে। এতে ‘ক’ইউনিটের অধীনে ধর্মতত্ত্ব ও ইসলামিক স্টাডিজ অনুষদের পরীক্ষা গ্রহণ করা হবে। এবারই প্রথম মানবিক ও সমাজবিজ্ঞান অনুষদভুক্ত আরবি ভাষা ও সাহিত্য এবং আইন ও শরিয়া অনুষদভুক্ত আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের ভর্তি পরীক্ষা ‘ক’ ইউনিটের মাধ্যমে গ্রহণ করা হবে। মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত বিভাগের ভর্তি পরীক্ষা ‘খ’ইউনিটে, ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত বিভাগের ‘গ’ইউনিটে এবং বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভুক্ত বিভাগের ভর্তি পরীক্ষা ‘ঘ’ ইউনিটের মাধ্যেমে গ্রহণ করা হবে। মোট ১২০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে এমসিকিউ (বহুনির্বাচনী প্রশ্ন) ৬০, লিখিত ২০ এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত সিজিপিএর ওপর ৪০ নম্বর থাকবে। 

এ ছাড়া ভর্তি-সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট (www.iu.ac.bd) থেকে জানা যাবে।