Beta

‘নির্যাতন করে যৌক্তিক আন্দোলন থামানো যায় না’

০৫ আগস্ট ২০১৮, ১৭:৩১

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর রাজধানীর জিগাতলা ও মিরপুরসহ দেশের বিভিন্ন স্থানে হামলায় ঘটনায় নিন্দা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের প্যানেল সাদা দল।

আজ রোববার দলের আহ্বায়ক অধ্যাপক আখতার হোসেন খান স্বাক্ষরিত বিবৃতিতে এই নিন্দা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, ‘নির্যাতন নিপীড়ন করে কখনো কোনো যৌক্তিক আন্দোলনকে থামিয়ে দেওয়া যায় না।’

বিবৃতিতে আরো বলা হয়, ‘আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলায় আমরা শঙ্কিত, বেদনাহত এবং ক্ষুব্ধ। আন্দোলনরত স্কুল কলেজের ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিয়ে আমরা ভীষণভাবে উদ্বিগ্ন। কমবয়সী এসব শিক্ষার্থীর ওপর যে নির্মম ও বর্বরোচিত হামলা করা হয়েছে আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সহিংসতা যেমন আমাদের কারোই কাম্য নয়, তেমনি দমন-পীড়ন-সন্ত্রাসী হামলাও অত্যন্ত নিন্দনীয়। এর অবসান হওয়া উচিত।’

বিবৃতিতে আরো বলা হয়, ‘ইতিহাস সাক্ষ্য দেয় নির্যাতন নিপীড়ন করে কখনো কোনো যৌক্তিক আন্দোলনকে থামিয়ে দেওয়া যায় না। আমরা সংশ্লিষ্ট সবাইকে সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছি। একই সাথে এই ন্যক্কারজনক সন্ত্রাসী হামলায় জড়িতদের শাস্তি দাবি করছি।’

Advertisement