Beta

ইয়াবাসহ ঢাবির কর্মচারী আটক, তদন্ত কমিটি গঠন

৩১ জুলাই ২০১৮, ২২:৩৪

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা

ইয়াবাসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের এক কর্মচারী আটকের ঘটনায় দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে হল প্রশাসন।  আজ মঙ্গলবার হল প্রাধ্যক্ষ অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া এই তথ্য জানান।

আটক ব্যক্তির নাম আমির হোসেন। তিনি চতুর্থ শ্রেণির কর্মচারী।

তদন্ত কমিটির সদস্যরা হলেন মুহসীন হলের সহকারী আবাসিক শিক্ষক মোহাম্মদ আইনুল ইসলাম ও মোহাম্মদ ইমামুল হক সরকার।

সূর্যসেন হলের একটি কক্ষে গত রোববার সন্ধ্যায় ইয়াবা সরবরাহ করতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের মুহসীন হলের কর্মচারী আমির হোসেন আটক হন। আমিরকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের মাধ্যমে পুলিশের কাছে সোপর্দ করা হয়। তাঁর তথ্যের ভিত্তিতে পরে ইন্টারন্যাশনাল হলের কর্মচারী সুমন লালকে আটক করা হয়।

তদন্ত কমিটির বিষয়ে মুহসীন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া জানান, তিনি ওই কর্মচারীকে চাকরি দিতে চাননি। কিন্তু চতুর্থ শ্রেণির কর্মচারী ইউনিয়নের সভাপতি শাজাহান ও সাধারণ সম্পাদক সেলিম তাঁকে চাকরি দিতে বাধ্য করেন।

Advertisement