ভিকারুননিসার শিক্ষার্থীদের বাঁধভাঙা উচ্ছ্বাস

Looks like you've blocked notifications!
ছবি : মোহাম্মদ ইব্রাহিম

সারা দেশে একযোগে প্রকাশিত হয়েছে এসএইচসি পরীক্ষার ফল। আর এর ঘোষণার পর থেকে আনন্দে আত্মহারা অনেক শিক্ষার্থী। ভালো ফল তারা নেচে-গেয়ে উদযাপন করেছে।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে গিয়ে দেখা গেছে, শিক্ষার্থীরা নেচে-গেয়ে তাদের সাফল্যের আনন্দ উদযাপন করছে। তবে ভিকারুননিসার একাধিক শিক্ষার্থী এনটিভি অনলাইনকে বলে, জিপিএ ৫ পাওয়া ছিল অপ্রত্যাশিত।

শিক্ষার্থীরা বলছে, তাদের প্রশ্নপত্র অনেক কঠিন হয়েছিল। অনেকের জন্য জিপিএ ৫ পাওয়া ছিল অপ্রত্যাশিত। গোল্ডেন এ প্লাস দরকার নেই। জিপিএ ৫ পেয়েই তারা খুশি। এই ফলাফলের জন্য শিক্ষক ও পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানাতে ভোলেনি তারা। তাদের মতে, শিক্ষক ও পরিবারের চেষ্টায় তাদের এ সাফল্য।

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী অহনা মহী এনটিভি অনলাইনকে বলে, ‘আমার জন্য জিপিএ ৫ ছিল অপ্রত্যাশিত। কিন্তু জিপিএ ৫ পাওয়ায় আমি অনেক খুশি। আমার এ প্লাস দরকার নেই, জিপিএ ৫ এসেছে, তাতেই আমি অনেক খুশি।’

কোথায় ভর্তি হতে চায়—জানতে চাইলে অহনা বলেন, ‘আমার প্রথম ইচ্ছা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএতে ভর্তি হতে চাই। আর সেটির জন্য আমি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব। আশা করছি, আমি সফলতা পাব।’

নওশিন আনজুম নামের আরেক শিক্ষার্থী বলে, ‘আমাদের যেভাবে প্রশ্নপত্র হয়েছে তাতে এ ফল অপ্রত্যাশিত। আমি জিপিএ ৫ পেয়ে অত্যন্ত আনন্দিত। কারণ আমরা পরীক্ষার হলে বসেই চিন্তা করতে হয়েছে, উত্তর লিখব কীভাবে। অন্যবারের চেয়ে অনেক বেশি কঠিন হয়েছে প্রশ্ন। তাই আমার এ ফল ছিল আমার জন্য অনেকটা আনএক্সপেকটেড (অপ্রত্যাশিত)। আমার গোল্ডেন লাগবে না। এ প্লাস পেয়েছি তাতেই খুশি।’

পুলিশ কর্মকর্তার সন্তান ফারিয়া চৌধুরী বলে, ‘আমার জিপিএ ৫ এসেছে। আমি এ ফলাফলে অনেক খুশি। আমার আনন্দ আমি বলে বোঝাতে পারব না। আমি আমার এ ফলের জন্য আমার শিক্ষক আমার বাবা-মায়ের কাছে কৃতজ্ঞ। তাঁদের প্রচেষ্টায় আমার আজকের এ সাফল্য।’

ফারিয়া নওশিন নামের একজন বলে, ‘আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি। এর সঙ্গে সঙ্গে কৃতজ্ঞতা জানাচ্ছি আমার শিক্ষক ও অভিভাবকদের কাছে। আমার এ ফল তাঁদেরই অবদান। তবে আমার জন্য ফল ছিল অপ্রত্যাশিত। আমি সত্যি আশা করিনি জিপিএ ৫ আসবে। তবে জিপিএ ৫ পাওয়ায় এটাতেই আমি সন্তুষ্ট।’

এ বছর প্রকাশিত এইচএসসি ও সমমানের ফলে দেখা গেছে, পাসের হার ও জিপিও ৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যার আগেরবারের তুলনায় কম। এবার ৬৬ দশমিক ৬৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। গতবার এটা ছিল ৬৮ দশমিক ৯১ শতাংশ। এ ছাড়া এবার জিপিএ ৫ পেয়েছে ২৯ হাজার ১৬২ শিক্ষার্থী। গতবার এটা ৩৭ হাজার ৯৬৯ জন পেয়েছিল জিপিএ ৫।