আইসিএসবির প্রেসিডেন্ট হলেন এম. নাসিমুল হাই

ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশের (আইসিএসবি) প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন এম. নাসিমুল হাই এফসিএস। এর আগে তিনি দুই মেয়াদে ইনস্টিটিউটের সিনিয়র ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। ইতোপূর্বে তিনি ২০০৭-২০০৮, ২০০-২০০৯ এবং ২০০৯-২০১০ এই তিনটি মেয়াদে ইনস্টিটিউটের ট্রেজারার হিসেবেও দায়িত্ব পালন করেন।
এম. নাসিমুল হাই এফসিএস বর্তমানে মেঘনা সিমেন্ট মিলস পিএলসিতে উপ-ব্যবস্থাপনা পরিচালক (চিফ কমপ্লায়েন্স অফিসার) হিসেবে কর্মরত আছেন। এর আগে তিনি বসুন্ধরা গ্রুপে সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও কোম্পানি সেক্রেটারি হিসেবে কর্মরত ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগ থেকে ১৯৮১ সালে স্নাতক এবং ১৯৮২ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
এ ছাড়াও অ্যাকশনএইড ইন্টারন্যাশনাল/বাংলাদেশের গভর্নিং বডির সদস্য এবং বর্তমানে সংগঠনটির ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।
একই সভায় ইনস্টিটিউটের কাউন্সিল জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম ভূঁইয়া এফসিএসকে ২০২২-২০২৫ কাউন্সিলের অবশিষ্ট মেয়াদের জন্য সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে সর্বসম্মতিক্রমে নির্বাচিত করা হয়। তিনি বর্তমানে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসিতে উপ-মহাব্যবস্থাপক ও চিফ রেগুলেটরি অফিসার (ভারপ্রাপ্ত) হিসেবে কর্মরত আছেন। ২০০৬ সাল থেকে তিনি ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে আসছেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ থেকে ২০০২ সালে ব্যবসায় প্রশাসনে স্নাতক (বিবিএ) এবং ২০০৩ সালে স্নাতকোত্তর (এমবিএ) ডিগ্রি অর্জন করেন। এ ছাড়া জনাব এ কে এম মুশফিকুর রহমান এফসিএস ইনস্টিটিউটের ভাইস প্রেসিডেন্ট এবং জনাব মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এফসিএস ইনস্টিটিউটের ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করছেন।