Beta

পোশাক রপ্তানি করে ৫০ বিলিয়ন ডলার আয় সম্ভব : বিজিএমইএ সভাপতি

০৩ নভেম্বর ২০১৬, ১৭:১০

নিজস্ব প্রতিবেদক
বিজিএমইএ ভবনে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে অতিথিরা। ছবি : এনটিভি

অবকাঠামোগত সুবিধা, আলাদা জ্বালানি নীতি ও পর্যাপ্ত জমি পেলে ২০২১ সালের মধ্যে তৈরি পোশাক খাত থেকে ৫০ বিলিয়ন (পাঁচ হাজার কোটি) ডলার রপ্তানি আয় সম্ভব হবে।

আজ বৃহস্পতিবার বিজিএমইএ ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা জানিয়েছেন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সভাপতি সিদ্দিকুর রহমান।

এদিন এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে পরিচালিত বিজিএমইএ ও এসইআইপি (স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম) প্রকল্পের আওতায় প্রশিক্ষণ গ্রহণকারী  ম্যানেজমেন্ট ট্রেনিদের মধ্যে সনদ  বিতরণ করা হয়।

২০১৫ সালে শুরু হওয়া তিন বছর মেয়াদে এই প্রকল্পের আওতায়  এ শিল্পের মোট ৪৩ হাজার ৮০০ শ্রমিক ও কারখানার মধ্যম পর্যায়ের ব্যবস্থাপকদের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ দেওয়া হবে।

সিদ্দিকুর রহমান বলেন, এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে পোশাকশিল্পে নানামুখী প্রতিকূলতা দূর করে  দেশের উন্নয়নের গতিকেও আরো এগিয়ে নেওয়া সম্ভব।

Advertisement