Beta

চিনি-ছোলার দাম বাড়তি, সবজিতে স্বস্তি

১০ জুন ২০১৬, ১৭:২২ | আপডেট: ১০ জুন ২০১৬, ১৭:২৬

নিজস্ব প্রতিবেদক
ছবি : এনটিভি

রাজধানীর খুচরা বাজারে বাড়তি দামেই বিক্রি হচ্ছে চিনি, ছোলাসহ সব ধরনের ডাল। বিক্রেতারা বলছেন, পাইকারি বাজারেই দাম বেশি এসব পণ্যের। তবে বাজারে এখন বেশির ভাগ সবজির দাম কিছুটা স্বাভাবিক।

রমজানের আগেই বেড়ে গিয়েছিল ছোলার দাম। বাজারে এখনো সেই বাড়তি দামেই বিক্রি হচ্ছে ছোলা। ভালো মানের প্রতি কেজি ছোলার দাম এখন ১০০ টাকা। এ ছাড়া সব ধরনের ডালের দামও বাড়তি। অন্যদিকে প্রতি কেজি চিনিও আগের মতোই ৬৫ টাকায় বিক্রি হচ্ছে।

রাজধানীর একটি বাজারে আজ শুক্রবার খুচরা বাজার করতে এসেছিলেন এক নারী। তিনি জানালেন, রোজার মধ্যে তো সবকিছুর দামই বেড়ে যায়। কোনো কিছুর দাম কমেছে এমনটা জানা নেই। আর আমাদের তো কিছু করারও নেই।

খুরচা বিক্রেতার বক্তব্য হলো, ‘যেখানে ইমপোর্ট হয়, সেখানেই তো দাম বেশি। আমরা খুচরা দোকানদার, আমরা মাল আনি দুই-পাঁচ বস্তা করে। আমাদের কী করার আছে?’

বাজারে বেশির ভাগ সবজির কেজিপ্রতি দাম এখন ৩০ থেকে ৪৫ টাকার মধ্যে। তবে রোজার শুরুতে যে বেগুনের কেজি ১০০ টাকায় পৌঁছেছিল, তা আবার অর্ধেকে নেমে এসেছে।

দুজন খুরচা বিক্রেতার মতে, এখনকার বাজারদর একটু বেশি। 

এ ছাড়া বাজারে সব ধরনের তেলের দাম স্থিতিশীল আছে।

Advertisement