২০১৬ সালে দেশে ৭ লাখ পর্যটক আসবে

Looks like you've blocked notifications!

চলতি ২০১৬ সালে দেশে সাত লাখ পর্যটক আসবে বলে একটি প্রাথমিক সমীক্ষা অনুসারে জানিয়েছেন বাংলাদেশ ফাউন্ডেশন অব ট্যুরিজম ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক রেজাউল ইকরাম।

আজ সোমবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ষষ্ঠ বাংলাদেশ ইন্টারন্যাশনাল ট্যুরিজম ফেয়ার ২০১৬ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

বাংলাদেশ ফাউন্ডেশন ফর ট্যুরিজম ডেভেলপমেন্ট (বিএফটিডি) এর আয়োজন করছে। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ১৯ মে মেলা শুরু হয়ে চলবে ২১ মে পর্যন্ত। তিনদিনব্যাপী মেলার উদ্ধোধন করবেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

সংবাদ সম্মেলনে রেজাউল ইকরাম জানান, ‘বিএফটিডির বার্ষিক পরিকল্পনার অংশ হিসেবে এ মেলার আয়োজন করা হচ্ছে। যেখানে পর্যটন খাতের বিকাশে সরকারের ঘোষিত বিভিন্ন পদক্ষেপ ও সুবিধাদির চিত্র তুলে ধরা হবে।’

‘এবারের মেলায় দেশি-বিদেশি পর্যটন সংস্থা, দেশি-বিদেশি স্টেক হোল্ডারসহ পর্যটন সংশ্লিষ্ট সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে। এসব প্রতিষ্ঠান তাদের সেবা ও পর্যটকদের জন্য সুবিধাসহ অন্যান্য বিষয় তুলে ধরবেন। বিমান সংস্থা, হোটেল, মোটেল ও ট্রান্সপোর্টসহ বিভিন্ন সেবা নিয়ে ৭৫টি প্রতিষ্ঠান অংশ নেবে। আর মোট স্টল হবে ১১০টি।’

রেজাউল ইকরাম আরো জানান, ‘এবার প্রথমবারের মতো চীন ট্যুরিজম বোর্ড মেলায় অংশ নিচ্ছে। এ ছাড়া ফিলিপাইন ও মিয়ানমারের স্টলের উপস্থিতিও নিশ্চিত করা হয়েছে। তুরস্ক ও সিঙ্গাপুর ভ্রমণের জন্য মেলায় বিশেষ অফার থাকবে।’

 রেজাউল ইকরাম আরো বলেন, ‘আমাদের দেশের পর্যটকরা প্রতি ঈদে দেশের বাইরে বেড়াতে যায়। মেলা শেষ হওয়ার পর পরই রমজান আসন্ন। এর পরই ঈদুল আজহা। এ দুটি উৎসবের আগে তাদের পর্যটনের তথ্যগুলো দিতে পারলে আমাদের লক্ষ্যমাত্রা অর্জন অনেকাংশে অর্জন অনেকটা সহজ হবে।’

‘আগে একটা সময় ছিল যখন শীতসহ সারা বছরের ছয় মাস মানুষ বেশি ঘুরতে যেত। এখন তার পরিবর্তন এসেছে। সারা বছর পর্যটকরা ঘুরে থাকে।’ বলেন রেজাউল ইকরাম।

বাংলাদেশ ফাউন্ডেশন অব ট্যুরিজম ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক জানান, মেলায় প্রবেশে দর্শনার্থীদের ২০ টাকা মূল্যের টিকেট কিনতে হবে। প্রতিটি টিকেটে থাকছে র‍্যাফল ড্র। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে বলেও জানান তিনি।