Beta

সেন্ট্রাল ফার্মার শেয়ারপ্রতি আয় কমেছে

৩১ জানুয়ারি ২০১৬, ১২:১৫

অর্থনীতি ডেস্ক

শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি সেন্ট্রাল ফার্মার চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) শেয়ারপ্রতি আয় (ইপিএস) কমেছে। এ সময়ে কোম্পানির ইপিএস হয়েছে ৩১ পয়সা। তবে আগের হিসাব বছরের একই সময় এর পরিমাণ ছিল ৪৫ পয়সা। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রকাশিত কোম্পানিটির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের জুলাই-ডিসেম্বর প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ৪৬ পয়সা। তবে আগের হিসাব বছরের একই সময় হয় ৮৪ পয়সা। অর্থাৎ এ সময়ে ইপিএস কমেছে ৮২ দশমিক ৬ শতাংশ।

২০১৫ সালের ৩০ জুন শেষ হওয়া হিসাব বছরে কোম্পানি কর্তৃপক্ষ ১৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ হিসেবে দিয়েছে। এ হিসাব বছরে কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১৪ কোটি ৩৪ লাখ ২০ হাজার টাকা, ইপিএস এক টাকা ৭৫ পয়সা ও শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ১৮ টাকা ৭১ পয়সা।

গত এক মাসের মধ্যে কোম্পানিটির শেয়ারের সর্বনিম্ন দাম ২১ টাকা ও সর্বোচ্চ ২৩ টাকা ৭০ পয়সা।

২০১৩ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির অনুমোদিত মূলধনের পরিমাণ ৩০০ কোটি টাকা ও পরিশোধিত মূলধন ৯৪ কোটি ২৯ লাখ টাকা।

Advertisement