Beta

‘আমরা যদি বিপন্ন হই তাহলে শ্রমিকের ভাগ্য বিপন্ন হয়’

২৭ মে ২০১৯, ২০:১৮

নিজস্ব প্রতিবেদক
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বিজিএমইএর সভাপতি রুবানা হক। ছবি : এনটিভি

আগামী অর্থবছরে সব ধরনের তৈরি পোশাক রপ্তানিতে, রপ্তানি মূল্যের ৫ শতাংশ প্রণোদনা দাবি করেছে এ খাতের শিল্পমালিকরা। আজ সোমবার রাজধানীতে বিজিএমইএ, বিকেএমইএ এবং বিটিএমএ আয়োজিত প্রাক বাজেট সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে বিজিএমইএর সভাপতি রুবানা হক বলেন, ‘আমরা আজ যদি বিপন্ন হয়ে যাই, তাহলে শ্রমিকের ভাগ্য বিপন্ন হয়।’

এ সময় বিজিএমইএ সভাপতি রুবানা হক জানান, ঈদের আগেই শ্রমিকদের বেতন বোনাস পরিশোধের সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন শিল্প মালিকরা। 

রুবানা হক বলেন, ‘যদি আমরা আজকে প্রণোদনা দাবি করি, যদি আজকে আমরা ভর্তুকি দাবি করি আমি মনে করি না এতে কোনো অন্যায়ের জায়গা আছে। একটি কারণে। সেটি হলো আমরা এত শ্রমিকের কর্মসংস্থান দেই, আমরা আজ যদি বিপন্ন হয়ে যাই তাহলে শ্রমিকের ভাগ্য বিপন্ন হয়।’

সংবাদ সম্মেলনে বলা হয়, দেশের তৈরি পোশাক শিল্প কঠিন চ্যালেঞ্জের মধ্যে আছে, এ খাতের উন্নতির জন্য তাই সরকারের ভর্তুকি দেওয়া জরুরি। এ সময় তৈরি পোশাক শিল্প খাতকে ভ্যাটমুক্ত রাখার পাশাপাশি ভ্যাট সংশ্লিষ্ট নানা হয়রানি থেকে মুক্তি চান ব্যবসায়ী নেতারা। এ ছাড়া তৈরি পোশাক শিল্পের রপ্তারির বিপরীতে উৎসে কর দশমিক ২৫ শতাংশ অব্যাহত রাখার পাশাপাশি করপোরেট করহার ১০ শতাংশে নামিয়ে আনার প্রস্তাব করা হয়।

Advertisement