আমদানি নির্ভরতা কমিয়ে আনবে সরকার : এনবিআর চেয়ারম্যান

Looks like you've blocked notifications!
জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া আজ শনিবার দুপুরে নরসিংদীতে স্যামসাং ফেয়ার ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ছবি : এনটিভি

আমদানি নির্ভরতা কমিয়ে ভবিষ্যতে রপ্তানিকারক দেশ হিসেবে বাংলাদেশ নিজেদের তুলে ধরতে চায় বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া। এজন্য সরকার আমদানিকৃত পণ্যের মাধ্যমে অধিক শুল্ক আদায়ের পরিকল্পনা করছে বলেও জানান তিনি।

আজ শনিবার দুপুরে নরসিংদীতে স্যামসাং ফেয়ার ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা জানান এনবিআর চেয়ারম্যান।

মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, বাংলাদেশ একটি বিরাট মার্কেট, যা পৃথিবীর অন্য কোথাও খুবই কম। যার কারণ হলো আমাদের দেশের বৃহৎ জনগণ। বহুজাতিক কোম্পানিগুলো যাতে বাংলাদেশে তাদের কারখানা স্থাপনে আগ্রহী হয় সে লক্ষ্যে নানা ধরনের প্রণোদনা দিচ্ছে সরকার। আমরা শুধু নিজেদের প্রয়োজনেই না, আমরা রপ্তানিও করতে চাই।

কারখানা পরিদর্শনের সময় নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ, ফেয়ার গ্রুপের চেয়ারম্যান রুহুল আলম আল মাহবুবসহ প্রতিষ্ঠানের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।