সংবাদ সম্মেলন

শতভাগ কারখানায় বেতন পরিশোধের দাবি বিজিএমইএ’র

Looks like you've blocked notifications!
আজ সোমবার তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সংবাদ সম্মেলনে নেতারা। ছবি : এনটিভি

শতভাগ পোশাক কারখানায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করা হয়েছে বলে দাবি করেছে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ।

আজ সোমবার বিজিএমইএ ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় সংগঠনটি।

বিজিএমইএ নেতারা দাবি করেন, বিজিএমইএর সদস্যভুক্ত সব তৈরি পোশাক শিল্প কারখানার শ্রমিকদের জুলাই মাসের বেতন পরিশোধ করা হয়েছে। এ ছাড়া শতভাগ কারখানা শ্রমিকদের ঈদ বোনাসও দিয়েছেন।

সংবাদ সম্মেলনে আরও দাবি করা হয়, এ ছাড়া শ্রমিকদের সঙ্গে আলোচনা করে অনেক কারখানা, আগস্ট মাসের প্রথমার্ধের বেতনও অগ্রিম পরিশোধ করেছে।

এ ছাড়া এলাকাভেদে গত শুক্রবার থেকে শ্রমিকদের ছুটি দেওয়া হচ্ছে। অবশিষ্ট কারখানাগুলোর শ্রমিকরা সোমবারই ছুটি পাচ্ছেন বলেও দাবি করা হয় সংবাদ সম্মেলনে।